Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৬, ২০২৪

রেমালের ক্ষতিপূরণ। জুনের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে তৎপর নবান্ন

আরম্ভ ওয়েব ডেস্ক
রেমালের ক্ষতিপূরণ। জুনের মধ্যেই কাজ সম্পূর্ণ করতে তৎপর নবান্ন

ভোট মিটতেই রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ সরকার। নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু থাকায় কোনও রাজ্যের সরকারই এতদিন তা করতে পারেনি। মঙ্গলবার গণনা মিটতেই বিমা নিয়ন্ত্রক সংস্থা সংস্থা আইআরডিএআই ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির প্রশাসনের সাথে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে।
যদিও নির্বাচনের মধ্যে আসা এই প্রাকৃতিক দুর্যোগের পর নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদন জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাময়িক ত্রাণের ব্যবস্থা করেছিলেন। কিন্তু ক্ষতিপূরণ বাবদ কোনও অর্থ ধার্য করা হয়নি। রাজ্যের লক্ষ্য চলতি জুন মাসের মধ্যেই দুর্গতদের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দেওয়া।
রাজ্য প্রশাসন সুত্রে জানা যাচ্ছে, ঘূর্ণিঝড়ের বিমার টাকা দেওয়ার জন্য থাকবেন একজন নোডাল অফিসার, যার বিষয়ে সমস্ত তথ্য জানাতে হবে মুখ্যসচিব বিপি গোপালিককে । অধিক ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে আলাদা করে জেলাভিত্তিক আধিকারিক নির্বাচিত করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। তাঁর সাথে যোগাযোগের সমস্ত তথ্য ওয়েবসাইট ও বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে হবে। চালু করতে হবে সর্বক্ষণের হেল্পলাইনও । বিমা নিয়ন্ত্রক সংস্থা নির্দেশ দিয়েছে দ্রুত বিমার টাকা মেটাতে হবে।
গত সপ্তাহে ভোট গ্রহণ পর্ব মেটার পরে রেমালে ক্ষতিগ্রস্ত সব রাজ্যগুলির জন্য ক্ষতিপূরণ ধার্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘূর্ণিঝড় রেমালের দাপটে পশ্চিমবঙ্গ, আসাম, মণিপুরসহ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু এলাকা চরম ক্ষতিগ্রস্ত হয়। আসাম, মণিপুরের বেশ কিছু এলাকায় রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও বা ভূমিধ্বসে ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। ভোটের ফলে জনাদেশ এখন মমতামুখী , তার ফল হাতেনাতে পেতে চলেছে রাজ্যবাসী। এখন তাই প্রশাসনিক দায়িত্ব পালনে তৎপর তৃণমূলশাসিত পশ্চিমবঙ্গের সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!