- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৪, ২০২৪
বজরংয়ের ওপর থেকে নির্বাসন তুলে নিল নাডার শৃঙ্খলারক্ষা প্যানেল

বজরং পুনিয়ার ওপর থেকে অস্থায়ী নির্বাসন তুলে নিল জাতীয় ডোপ বিরোধী সংস্থার শৃঙ্খলারক্ষা প্যানেল। সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতক্ষণ না নাডা বজরং পুনিয়ার ওপর চার্জের নোটিশ জারি করে, ততক্ষণ তিনি নির্বাসন মুক্ত থাকবেন।
বিশকেকের এশিয়ান অলিম্পিক বাছাইপর্বের জন্য পুরুষদের জাতীয় দল বাছাইয়ের জন্য ১০ মার্চ সোনিপতে ট্রায়াল অনুষ্ঠিত হয়েছিল। লড়াইয়ে হেরে গিয়ে ডোপ পরীক্ষার জন্য মূত্রের নমুনা না দিয়েই ভেন্যু ছেড়ে চলে গিয়েছিলেন বজরং পুনিয়া। এরপর ২৩ এপ্রিল জাতীয় ডোপ বিরোধী সংস্থা টোকিও অলিম্পেকে ব্রোঞ্জজয়ী বজরংকে সাময়িকভাবে নির্বাসিত করেছিল। পরে বিশ্ব কুস্তির নিয়ামক সংস্থাও বজরংকে নির্বাসিত করে।
এরপর বজরং পুনিয়া তাঁর আইনজীবীর মাধ্যমে অস্থায়ী নির্বাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। নাডার শৃঙ্খলারক্ষা কমিটিকে বজরং জানিয়েছিলেন, তিনি কখনই মূত্রের নমুনা দিতে অস্বীকার। শুধু জানতে চেয়েছিলেন, নাডা কেন মূত্রের নমুনা নেওয়ার জন্য মেয়াদ উত্তীর্ণ কিট পাঠিয়েছিল। জাতীয় ডোপ বিরোধী সংস্থা তাঁর প্রশ্নের উত্তর দেয়নি। বজরংয়ের দাবি মূত্রের নমুনা নেওয়ার জন্য নাডা ২০২৩ সালের ১৩ ডিসেম্বরে মেয়াদ উত্তীর্ণ কিট পাঠিয়েছিল।
সানি চৌধুরী, ডক্টর রানা চেঙ্গাপ্পা এবং অবন্তিকা ডেকাকে নিয়ে গঠিত শৃঙ্খলারক্ষা প্যানেল জানিয়েছে, ‘বজরংকে এখনও চার্জের নোটিশ জারি করা হয়নি। এই ব্যাপারে নাডা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বজরংয়ের ওপর থেকে অস্থায়ী নির্বাসন প্রত্যাহার করা হবে। ডোপ বিরোধী নিয়ম লঙ্ঘনের জন্য বজরংকে চার্জের নোটিশ জারি করতে হবে।’ শৃঙ্খলারক্ষা প্যানেল আরও বলেছে, নাডা যদি বজরংকে চার্জের নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয়, তাহলে বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে।
নাডা বিষয়টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং বজরংকে চার্জের নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। যদি চার্জের নোটিশ জারি না করে, তাহলে বিষয়টি বন্ধ করে দেওয়া হবে। আর নোটিশ জারি করা হলে চূড়ান্ত শুনানি করা হবে। নির্বাসন উঠে যাওয়ায় বজরংয়ের কোনও প্রতিযোগিতায় অংশগ্রহনে বাধা রইল না।
❤ Support Us