Advertisement
  • দে । শ
  • মে ২১, ২০২৪

পুলিশের জালে ৬ মাটি মাফিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশের জালে ৬ মাটি মাফিয়া

অনুমতি ছাড়াই দিনেদুপুরে বেআইনিভাবে মাটি কেটে চলছিল পাচার। অভিযোগ এলাকার মাটি মাফিয়াদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে নাদনঘাট থানার পুলিশ তদন্তে নামে। মাটি বহনের ৩ টি ট্রাক্টরকে আটক করে। এছাড়াও চালক ও খালাসি-সহ ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত  মেহেবুব মন্ডল, গিয়াসউদ্দিন মন্ডল, ইউসুফ নবী শেখ, মুশারফ শিকদার, রামকৃষ্ণ ঘোষ ও পলাতক আইচ। এদের সকলের বাড়ি নাদনঘাট ও মন্তেশ্বর থানা এলাকায়।

পুলিশ জানিয়েছে, পূর্বস্থলী ১ নংব্লকের সিংহজুলি ও শ্রীরামপুর এলাকায় নির্দিষ্ট অভিযোগের  ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জায়গা থেকে ৩টি মাটি বোঝাই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা মাটি কাটার কোনো অনুমতি ও কাগজপত্র দেখাতে পারেনি। এরপরেই ৬ জনকে জালে তোলে পুলিশ। অন্যদিকে কালনা ২নং ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারাও বেআইনিভাবে মাটি পাচারের অভিযোগ তুলছেন মাটি মাফিয়াদের বিরুদ্ধে। মঙ্গলবার কালনা ২নং পঞ্চায়েত সমিতির সদস্য আমানত আলি, পলাশ মন্ডলরা স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানালেন। আমানত আলির কথায়, ‘অকালপৌষ, বৈদ্যপুর, বাদলা, সাতগাছিয়া পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে মাটি কেটে পাচার করা হচ্ছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!