- ভা | ই | রা | ল
- ফেব্রুয়ারি ১৪, ২০২৩
ভালোবাসার দিন তেনজেমের বার্তা, নিসঙ্গতার স্বাধীনতা বড়ো উপহার। নাগাল্যাণ্ডের মন্ত্রীর মন্তব্যে শোরগোল সোশ্যাল মিডিয়ায়

চিত্র: টুইটার
কৌতূকপূর্ণ সরস মন্তব্যের জন্য বরাবরই চর্চায় থাকেন তিনি। এবার প্রেম দিবসে তাঁর মন্তব্য ঘিরে সামাজিক প্রচার মাধ্যমে শুরু হয়েছে শোরগোল। নিঃসঙ্গ তরুণ তরুণীদের সমর্থনে টুইট করে প্রচারের আলোয় নাগাল্যান্ডের বিজেপির রাজ্য সভাপতি তেনজেম ইমনা।
Freedom is a gift not meant for everyone.
Let us cherish our day. Heil Singles! pic.twitter.com/4icAaRZNPv
— Temjen Imna Along (@AlongImna) February 14, 2023
ভালোবাসার সপ্তাহ শেষে পালিত হয় ভালোবাসার দিন ভ্যালেণ্টাইনস ডে। এ দিনে একে অপরকে উপহার প্রদান করেন প্রেমিক-প্রেমিকারা। একসঙ্গে নিজেদের মতো সময় কাটান তারা। কিন্তু যারা সঙ্গীহীন, তাদের একা পথ চলাটাকেই অভ্যেসে পরিণত করে নিতে হয়। সেই নিঃসঙ্গ মানুষের মনোবল বাড়াতে বার্তা দিলেন নাগাল্যান্ডের বিজেপি সভাপতি তেমজেন ইমনা। প্রেম দিবসে তিনি টুইট করেন, স্বাধীনতা একটি উপহার যা সকলের জন্য নয়। দিনটিকে উদযাপনের কথা বলে একা মানুষদের অভিনন্দন জানান তিনি।
রাজ্য সভাপতির পাশাপাশি তেমজেন নাগাল্যাণ্ডের উচ্চশিক্ষা ও উপজাতি বিষয়ক মন্ত্রী। সমাজ মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়। প্রেম দিবসের সকালে অবিবাহিত বা নিঃসঙ্গ মানুষের উদ্দেশ্যে তাঁর মন্তব্য অভিনন্দন কুড়িয়েছে বহু মানুষের । সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন তার টুইট অনেকেই বলেছেন, তিনি নিঃসঙ্গ মানুষের নেতা। কারোর মন্তব্য, তিনি সারা ভারত ব্যাপী নিঃসঙ্গ ব্যক্তিদের সংগঠন গড়ে তুলুন। তাঁরা টুইটকে ভিত্তি করে কেউ কেউ বলছেন একা থাকা মানুষের জয় হোক। গত বছর, প্রেম দিবসে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেলেন তরুণ প্রজন্মকে। সেই ধারাই অক্ষুণ্ণ রাখলেন নাগাল্যাণ্ডের নেতা।
❤ Support Us