- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৯, ২০২৪
রোম ওপেনে প্রত্যাবর্তনে দুরন্ত বিশ্বের প্রাক্তন ১ নম্বর তারকা নাওমি ওসাকা

প্রথম সন্তানের জন্মের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। কোর্টের বাইরে থাকলেও যে তাঁর দক্ষতায় মরচে ধরেনি, প্রমাণ করে দিলেন নাওমি ওসাকা। রোম ওপেনে প্রথম রাউন্ডে জয়ের মাধ্যমে আবার বিশ্ব টেনিস সার্কিটে নিজেকে মেলে ধরলেন বিশ্বের এই প্রাক্তন ১ নম্বর মহিলা টেনিস তারকা। প্রথম রাউন্ডে হারিয়েছেন বিশ্ব ক্রমতালিকায় ৪৫ নম্বরে থাকা ফ্রান্সের ক্লারা বুরেলকে।
২০২১ সালের পর এই প্রথম রোম ওপেনে খেলতে নেমেছিলেন নাওমি ওসাকা। প্রথম সন্তানের জন্য কোর্ট থেকে বিরতি নেওয়ায় বিশ্ব ক্রমতালিকায় অনেকটাই পেছনে চলে যান এই জাপানি টেনিস তারকা। এই মুহূর্তে বিশ্ব ক্রমতালিকায় ১৭৩ নম্বরে রয়েছেন ওসাকা। প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান ওসাকা ৪৫ তম স্থানে থাকা ফরাসি তারকা ক্লারা বুরেলকে হারিয়েছেন ৭–৬ (৭–২), ৬-১ ব্যবধানে। ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেনে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করার পর এটা ৫০–এর মধ্যে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম জয় ওসাকার।
প্রথম সেটে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল ওসাকাকে। রোম ওপেনে প্রত্যাবর্তন ম্যাচ জিতে ওসাকা বলেন, ‘প্রথম সেটটি সত্যিই কঠিন ছিল। শে্য পর্যন্ত জিততে পেরে আমি খুশি। মানসিকভাবে আমি যতটা সম্ভব শক্তিশালী থাকার চেষ্টা করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি ৫–৩ পর্যন্ত এগিয়েছিলাম। তারপর সাময়িকভাবে খেলা থেকে হারিয়ে গিয়েছিলেন। পরে দারুণভাবে ফিরে এসেছি। দ্বিতীয় সেটে অনেক ভাল খেলেছি। আশা করছি ভুল থেকে শিক্ষা নিয়ে পরের রাউন্ডে আরও ভাল খেলব।’
❤ Support Us