- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১৩, ২০২৪
ঘরের মাঠ স্বপ্নভঙ্গ, জাতীয় মহিলা ফুটবলে হরিয়ানার কাছে সেমিফাইনালে হার বাংলার । ফাইনালে মণিপুরের মুখোমুখি হরিয়ানা

সেমিফাইনালে উঠেও শেষরক্ষা হল না। ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে পারল না বাংলা। ২৮তম জাতীয় সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে হরিয়ানার কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলার। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল গোলশূন্য। কিশোরভারতী স্টেডিয়ামে টাইব্রেকারে বাংলাকে ৪–৩ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেল হরিয়ানা। অন্য সেমিফাইনালে তামিলনাডুকে ২–০ ব্যবধানে হারিয়েছে মণিপুর।
ঘরের মাঠে দাপট নিয়েই সেমিফাইনালে শুরু করেছিল বাংলা। হরিয়ানাও পিছিয়ে ছিল না। আক্রমণ প্রতি আক্রমণে খেলা দারুণভাবে জমে উঠেছিল। দুই দলের সামনেই একাধিক গোলের সুযোগ তৈরি হয়। কিন্তু তিনকাঠি ভেদ করতে পারেনি। বাংলার সামনে বাধা হয়ে দাঁড়ান হরিয়ানার গোলকিপার শ্রেয়া হুডা। বেশ কয়েকটা দুর্দান্ত সেভ করে দলের নিশ্চিত পতন রোধ করেন। দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। একবার গোল লাইন সেভ করেন হরিয়ানার ডিফেন্ডার বর্ষিকা। নির্ধারিত সময়ে খেলার ফল থাকে গোলশূন্য।
অতিরিক্ত সময়ে আরও চাপ বাড়ায় বাংলা। বাংলার স্ট্রাইকাররা গোল নষ্টের প্রদর্শনীতে মেতে ওঠেন। সুনিতা মুন্ডা সহজ সুযোগ নষ্ট করেন। ১২০ মিনিটেও কোনও দল গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বাংলার দুলার মারন্ডি পোস্টে মারেন। হরিয়ানার গোলকিপার শ্রেয়া হুডা একটা শট বাঁচান। হরিয়ানার শেষ শট মারার প্রয়োজন হয়নি। ৪–৩ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায় হরিয়ানা। ১৫মে ফাইনালে মণিপুরের মুখোমুখি হবে তারা। অন্য সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মণিপুর ২–০ ব্যবধানে হারিয়েছে তামিলনাড়ুকে। মণিপুরের হয়ে গোল করেন সিবানি দেবী ও বালা দেবী।
❤ Support Us