শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বিশ্বব্রক্ষ্মান্ডের প্রথম রঙীন ছবি দেখে দারুণ খুশি মার্কিন প্রেসিডেন্ট জো বাউডেন। গদগদ স্বরে বললেন, এই সব ইমেজ থেকে প্রমাণিত হচ্ছে বড়ো বড়ো কাজে আমেরিকার সাফল্য অতুলনীয়। বিশ্বকে, মার্কিন জনগনকে, বিশেষ করে আমাদের শিশুদেরও আমরা বলতে পারব, এই হলো আমেরিকা। যা ভাবে, তা করে দেখায়। হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনের মুহূর্তে জো বাইডেনকে আদি বিশ্বব্রক্ষ্ণাণ্ডের বর্ণময় ছবি দেখানো হয়। নাসার জেমস উয়ের টেলিস্কোপ ছবিটি তুলেছে। মঙ্গলবার নাসা ছবিটি জগৎসভায় পেশ করার কথা। অন্ধকার অনিঃশেষের খোঁজে নাসার কৃতিত্বে বিশ্ব বিস্মিত। বিজ্ঞানের সাধনা আর গবেষণা মহিমান্বিত।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34