Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ২১, ২০২২

দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন সোনিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ, আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন সোনিয়া

চিত্র সংগৃহীত

প্রায় আড়াই ঘন্টার জেরা পর্বের পর ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী । আজ দুপুর ১২টা নাগাদ, ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে হাজিরা দেন সোনিয়া । প্রায় আড়াই ঘণ্টা জেরা করা হয় তাঁকে। জেরা পর্বের শেষে আজকের মতো ছাড়া পান তিনি । সঙ্গে ছিলেন কন্যা প্রিয়াঙ্কা ।

প্রসঙ্গত, কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকার জন্য, ইডির তলবে আসতে পারেননি কংগ্রেস সভানেত্রী । সেইসময় পাঁচদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত জেরা করা হয় রাহুল গান্ধীকে। সেইসময়ে দেশ জুড়ে এর প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস সমর্থকরা । একইভাবে এদিনও দেশের বিভিন্ন জায়গায় কং সভানেত্রী সোনিয়ার পাশে থাকার বার্তা দিতে কংগ্রেসের কর্মী, সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন । দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতাকর্মীরা ইডি দপ্তর ঘেরাও অভিযানে নেমে পড়েছেন । অনেক রাজ্যেই পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ছেন কংগ্রেস নেতাকর্মীরা । ইতিমধ্যেই বরিষ্ঠ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে সহ একাধিক নেতা দিল্লিতে, পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলে, দিল্লি পুলিশ তাদের আটক করে । তাঁদের আজ দিল্লি পুলিশের কিংসওয়ে ক্যাম্পে বসিয়ে রাখা হয়েছিল । দিল্লি ছাড়াও চন্ডীগড়, তেলেঙ্গানা, কর্ণাটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেস সমর্থকরা । সভানেত্রীকে ইডির জেরার প্রতিবাদে, কোথাও কোথাও আন্দোলন হিংসাত্বক হয়ে উঠলে, জলকামান দিয়ে জমায়েত ছত্রভঙ্গ করে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর , সাড়ে ১২টা নাগাদ, ইডি দফতরে, ৫ মহিলা আধিকারিকের একটি দল এদিন সোনিয়াকে জেরা শুরু করে । সব মিলিয়ে প্রায় ৫০টি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে । সোনিয়া কন্যা প্রিয়াঙ্কাকে বসিয়ে রাখা হয়েছিল পাশের একটি ঘরে । অসুস্থ সোনিয়াকে সঙ্গ দিতেই তিনি মায়ের সঙ্গে আজ ইডির সদর দফতরে আসেন । পরে সোনিয়ার অনুরোধে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!