- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১৯, ২০২৪
আবার কমেন্ট্রি বক্সে ফিরছেন নভজ্যোত সিং সিধু
দীর্ঘদিন নভজ্যোত সিং সিধুর রসিকতামূলক ধারাভাষ্য থেকে বঞ্চিত ছিলেন ক্রিকেটপ্রেমীরা। আবার টিভির পর্দায় দেখা যাবে সিধুর সেই রসিকতামূলক ধারাভাষ্য। আইপিএলে ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জন করতে আসছেন সিধু। আইপিএলের কমেন্ট্রি বক্সে হাজির থাকবেন ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার। সিধুর সঙ্গে চুক্তি করেছে স্টার স্পোর্টস।
ইংরেজিসহ ভারতের ৮ টি ভাষায় আইপিএল সম্প্রচার করবে স্টার স্পোর্টস। কমেন্ট্রি বক্সে হাজির থাকবেন নামী বিশেষজ্ঞরা। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া, গুজরাটি, মালায়ালাম, বাংলা ভাষায় ধারাভাষ্য শোনা যাবে। মূলত হিন্দি ভাষায় বিশেষজ্ঞর মতামত দেওয়ার জন্যই সিধুকে বেছে নেওয়া হয়েছে।
আবার কমেন্ট্রি করার সুযোগ পেয়ে সিধু বলেন, ‘ধারাভাষ্য ঘুমের বড়ি নয় যে মানুষকে ঘুম পাড়িয়ে দেবে। যা ঘটছে তার সংযোজনসহ আপনাকে এটি সাধারণ মানুষের কাছে বোধগম্য করতে হবে। আপনি যদি একজন বিশেষজ্ঞ হন, পর্দায় যা ঘটছে তা অন্য সবার সামনে যেমন তারাও দেখছে। পর্দায় যা দেখানো হয় না, তার ছবিতে আপনি কীভাবে উপাদান যোগ করবেন, সেটাই ভাষ্যকারের শক্তি। আমি বিশ্বাস করি, কমেন্ট্রি একটা শিল্প। রেডিও কমেন্ট্রিতে শ্রোতাদের জন্য একটি ছবি আঁকতে হয় এবং তারা সেটা বিশ্বাস করে। কিন্তু টিভিতে ভিজ্যুয়াল আছে এবং ছবির প্রসঙ্গ যোগ করার সময় আমাদের একটু ধীরগতিতে কমেন্ট্রি করতে হবে।’
মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও নিজের মতামত জানিয়েছেন সিধু। তিনি বলেন, ‘এমএস ধোনি যা করেছেন তা সত্যিই অলৌকিক। এমনভাবে নিজেকে তুলে ধরেন, যেন কিছুই হয়নি। এটাই ওর মহত্ম। মানসিকভাবে ধোনি খুব শক্তিশালী। তাই ৪২ বছর বয়সেও ওকে দারুণ ফিট দেখায়। মহেন্দ্র সিং ধোনি এখনও জিব্রাল্টারের পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। এমএস ধোনি নিয়মের ব্যতিক্রম। তিনি একজন সুপার স্টার, অলৌকিক ক্ষমতা সম্পন্ন একজন মানুষ, যা সাধারণত আপনি দেখতে পান না।’
❤ Support Us