Advertisement
  • দে । শ
  • মে ২৫, ২০২৪

কাটোয়ায় নজরুল স্মরণ

আরম্ভ ওয়েব ডেস্ক
কাটোয়ায় নজরুল স্মরণ

কাজি নজরুল ইসলামের জন্মদিন পালন করল কাটোয়া রবীন্দ্র পরিষদ ও কাটোয়ার অগ্রদ্বীপ বিবেকানন্দ বিদ্যাপীঠ। রবীন্দ্র পরিষদের নজরুল স্মরণ অনুষ্ঠানটি হল রবীন্দ্র ভবনে। নজরুল সম্পর্কে আলোচনা, গান, আবৃত্তি ও নজরুলের গানকে ভিত্তি করে নৃত্যায়ন দেখতে বহু মানুষের সমাগম হয়। রবীন্দ্র পরিষদের সম্পাদক তুষার পণ্ডিত বলেন, ‘এবার বিদ্রোহী কবির জন্মের ১২৫ বছর পূর্তি। সেজন্য এবার আমরা বছরভর নজরুলকে নিয়ে নানান কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছি। মূল অনুষ্ঠানটি হবে শীতে।’ এদিকে কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ বিবেকানন্দ বিদ্যাপীঠে নজরুলের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পীযূষ কান্তি সাহা, বিদ্যাপীঠের অধ্যক্ষ তাপস রায়, সম্পাদক দেবব্রত মজুমদার, কবিতা মজুমদার-সহ শিক্ষক-শিক্ষিকারা। এইদিন ছিল বিদ্যালয়ের ৭ জন পড়ুয়ার জন্মদিন। কেক কেটে জন্মদিন পালন করা হয় তাদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!