Advertisement
  • দে । শ
  • মে ৮, ২০২৩

শিবাজীকে নিয়ে অসত্যভাষণ, বিপাকে পড়তে পারেন সদগুরু। কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি এনসিপি নেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
শিবাজীকে নিয়ে অসত্যভাষণ, বিপাকে পড়তে পারেন সদগুরু। কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি এনসিপি নেতার

আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন জজ্ঞি বাসুদেবন। সদ্য প্রকাশিত ভিডিওতে মারাঠা জাতির প্রাণ পুরুষ ছত্রপতি শিবাজিকে ঘিরে তিনি একটি মন্তব্য করেন। যা অসত্য অ মারাঠাদের ভাবাবেগকে আহত করে  বলে মনে করছেন এনসিপির জনৈক নেতা। তিনি বাসুদেবনের বিরুদ্ধে কঠোর শাস্তি গ্রহণের দাবি জানান।

গত ১ মে, নিজের ইউটিউব চ্যানেলে ‘শিবাজি কেন এখনও মানব হৃদয়ে রয়েছেন ? ‘ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন সদ্গুরু জজ্ঞি বাসুদেবন। ইসা ফাউণ্ডেশনের স্থপতি সেখানে বলেন, ভক্তি সাধক স্বামী রামদাস ছিলেন ছত্রপতির গুরু। তিনি তাঁর শিষ্যকে একদা এক টুকরো গেরুয়া কাপড় দিয়ে তাঁকে সেটিকে তার সাম্রাজ্যের পতাকা রূপে ব্যবহারের নির্দেশ দেন। এখানে বলা প্রয়োজন,  সাতারার শাসক তাঁর সাম্রাজ্যের প্রতীক রূপে গৈরিক বস্ত্র খণ্ড ব্যবহার করতেন। কিন্তু স্বামী রামদাসের সঙ্গে তাঁর দেখা হওয়ার ঘটনায়  সত্যতা কতটা তা নিয়েই প্রশ্ন তুলেছিলেন এনসিপির নেতা জিতেন্দ্র অওহাদ। তাঁর মতে, এমন কোনো ঘটনার কথা কেউ কখনও শোনেনি। পুরোটাই কল্প কাহিনি। ঐতিহাসিকভাবে এমন অসত্য তথ্য পরিবেশনের জন্য সদ্গুরুর বিরুদ্ধে  মহারাষ্ট্রের সরকারের কাছে  কড়া আইনি  পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ।  নাহলে  মহারাষ্ট্রের জাতিগত সংঘর্ষ  দেখা দেবে, যা ভয়াবহ আকার নিতে পারে। কারণ  শিবাজীকে নিয়ে কোনো অশোভনীয়  কন্টেট বানানো সমগ্র মহারাষ্ট্রের অসম্মান । যা কখনই মেনে নেবেন না মারাঠারা।

প্রখ্যাত ঐতিহাসিক ও গবেষকরা  জানিয়েচ্ছেন  , দুজনই ঐতিহাসিক চরিত্র এবং সমসাময়িক। কিন্তু দুজনের মধ্যে কখনও সাক্ষাৎ হয়েছিল এমন বক্তব্যের স্বপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ নেই। তাই বাসুদেবন এমন মন্তব্য কেন হঠাত করতে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।  ইশা ফাউণ্ডেশনের স্থপতিকে  ইতিপূর্বে বহুবার নিজের চ্যানেল থেকে  ব্রাহ্মণ্যবাদের পরিশীলিত রূপের স্বপক্ষে জোরালো সওয়াল করতে দেখা গেছেন । প্রাচীন ভারতীয় সংস্কৃতি যা পুরোহিততন্ত্রের রসে জারিত তাকে গৌরবান্বিত করতে চেয়েছেন  বহু ভিডিও বানিয়েছেন। শিবাজি ক্ষত্রিয় সমাজ থেকে  আগত এবং  ব্রাহ্মণ্যবাদের সঙ্গে তার বিরোধ সুবিচিত। তাই ছত্রপতিকে ব্রাহ্মণ্যতন্ত্রের একনিষ্ঠ পৃষ্ঠপোষক রূপে দেখানোর জন্য এমন ভিডিও বাসুদেবন  সামনে এনেছেন কিনা তা  এখনও স্পষ্ট নয়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!