Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৩০, ২০২৩

সংরক্ষণ ইস্যুতে শিন্ডে কমিটির রিপোর্ট পেশের দিনেই উত্তপ্ত মহারাষ্ট্র । এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে আগুন

আরম্ভ ওয়েব ডেস্ক
সংরক্ষণ ইস্যুতে শিন্ডে কমিটির রিপোর্ট পেশের দিনেই উত্তপ্ত মহারাষ্ট্র । এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে আগুন

মারাঠা সংরক্ষণের ইস্যুতে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘোষণা করেছেন যে মহারাষ্ট্র মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে বিচারপতি শিন্দে কমিটির জমা দেওয়া রিপোর্ট গ্রহণ করবে। এই প্রতিবেদনটি মারাঠা সংরক্ষণের জন্য দীর্ঘস্থায়ী দাবির সমাধানের ইঙ্গিত দিচ্ছে  এবং একটি সংরক্ষণের দাবির সমাধান খোঁজার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হচ্ছে।

এদিকে এই একই দিনে মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বিড-এর বাসভবনে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনার সঙ্গে মণিপুরের সহিংসতার ঘটনার মিল পাওয়া যাচ্ছে। মণিপুরেও সহিংসতার সূত্রপাত হয়েছিল ৩ মে. এই সংরক্ষণের বিষয়ে আদালতের একটি রায়কে কেন্দ্র করে। তার পর সেই ঘটনা যে দিকে বাক নিয়েছিল তা দেশের মুখ লজ্জ্যায় আড়াল করে দিয়েছে। এখনও মণিপুরের সহিংসতা স্বাভাবিক সেই অর্থে হয়নি। এরই মধ্যে মহারাষ্ট্রের এনসিপি বিধায়কের বাড়ি ভাঙচুর করে সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের।

সংরক্ষণের দাবিতে আন্দোলনকারী মনোজ জারাঙ্গে মহারাষ্ট্রের জালনা জেলায় অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে চলেছেন। মারাঠা সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবিতে অটল তিনি অনড় রয়েছেন৷ তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি চিকিৎসকদের পরামর্শ ও সহায়তা নিচ্ছেন না।

মারাঠা সম্প্রদায়ের সদস্যরা অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি বিভাগের অধীনে সরকারি চাকরি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণের জন্য দাবি জানিয়ে চলেছে। গত ২৫ অক্টোবর জালনার অন্তরোয়ালি সরাটি গ্রামে সংরক্ষণ আন্দোলনের অন্যতম নেতা মনোজ জারাঙ্গের অনশন কর্মসূচির প্রতিক্রিয়া শুরু হওয়ায় সংরক্ষণের দাবিতে জনগণের আন্দোলন আরও চরমে উঠেছে। মনোজ জারাঙ্গের সমর্থনে, বেশ কয়েকটি গ্রামে রাজনৈতিক নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

মহারাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে মারাঠা সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছে, রাজ্য সরকার  আশ্বাস দিয়ে যে এই ধরনের পদক্ষেপ আইনের দ্বারা বিবেচ্য। তা সত্ত্বেও মনোজ জারাঙ্গে এবং তাঁর সমর্থকরা এই সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাদের দাবিতে দৃঢ়প্রতিজ্ঞ।

মনোজের অনশন চলছে, ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে এবং মহারাষ্ট্র রাজ্যে মারাঠা সংরক্ষণের দাবিতে ব্যাপক প্রভাব পড়েছে। এরই মধ্যে মহারাষ্ট্রের বিড-এ মারাঠা সংরক্ষণের দাবিতে আন্দোলনকারীরা এনসিপি বিধায়ক প্রকাশ সোলাঙ্কের বাসভবনে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!