- দে । শ
- ডিসেম্বর ৫, ২০২৩
দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, বলছে এনসিআরবি
ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি-র ২০২১-এর রিপোর্টে সারা দেশের প্রধান শহরগুলির মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছিল কলকাতা। ২০২২-এর এনসিআরবি-র রিপোর্টেও কলকাতাকে সারা দেশের প্রধান শহরগুলির মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা দেওয়া হয়েছে। এই রিপোর্ট বলছে মহিলাদের সঙ্গে সংঘটিত অপরাধের নিরিখে পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ। মহিলাদের উপর সপোরাধের নিরিখে পশ্চিমবঙ্গের আগে রয়েছে উত্তরপ্রদেশ, তার পর মহারাষ্ট্র তারপর রাজস্থান। তবে সার্বিক অপরাধের পাশাপাশি মহিলাদের উপর অপরাধের নিরিখে দিল্লি দেশের শীর্ষে। আর কোয়েম্বাটুরে সবচেয়ে কম অপরাধ হয়েছে বলে এনসিআরবির তথ্য জানাচ্ছে।
এনসিআরবি-র এই রিপোর্ট বুঝিয়ে দিচ্ছে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা যতই চেঁচাক এনসিআরবি-র রিপোর্টের সূত্রই জানিয়েছে যে, এই রাজ্যের সামগ্রিক অপরাধের হারও অন্য রাজ্যের থেকে অনেকটাই কম। যোগীরাজ্য উত্তরপ্রদেশে যেখানে অপরাধের হার ৩২২, সেখানে পশ্চিমবঙ্গে অপরাধের হার মাত্র ১৮২.৮। এ ছাড়াও বিজেপিশাসিত আরও অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অপরাধ অনেক কম ঘটেছে।
এনসিআরবি-র তথ্য অনুযায়ী, ২০২২ সালে কলকাতায় অপরাধের হার যেখানে ৮৬.৫, সেখানে দিল্লিতে অপরাধের হার ১৯৫২.৫, গুজরাটের সুরাটে ১২০৬.১, আহমেদাবাদে ৮৪৭.৭, বেঙ্গালুরুতে ৫৪৩.৪, চেন্নাইয়ে ৪৫০.১, ইন্দোরে ১২৫১.৮, জয়পুরে ১২০২.৮, কানপুরে ৫২২.৬, কেরলের কোচিতে ১৩৫৮.২, লখনউয়ে ৬৫৬.৯, মুম্বইয়ে ৪৮৩.৯, পাটনায় ১০৪৫.১, নাগপুরে ৭৬৭.৩।
এনসিআরবি-র রিপোর্ট বলছে, জনসংখ্যার নিরিখে দেশের অন্যান্য শহরগুলিতে অপরাধের হার কলকাতায় তুলনায় অনেকটাই বেশি। ভারতীয় দণ্ডবিধি ও স্থানীয় আইনে যে অপরাধগুলি বিচারযোগ্য, তার ভিত্তিতেই এনসিআরবি তাদের তথ্য প্রকাশ করেছে। সেই তথ্যে দেখা যাচ্ছে, ভারতীয় দণ্ডবিধিতে কলকাতায় অপরাধের হার ৭৮.২। স্থানীয় আইনের ক্ষেত্রে এই হার ৮.৩। মোট বিচারযোগ্য অপরাধের নিরিখে এই হার ৮৬.৫।
অন্যান্য অপরাধের সঙ্গে পথ দুর্ঘটনায় মৃত্যুর হারও কলকাতায় দেশের অন্য মেগা সিটির তুলনায় অনেকটাই কম। কলকাতায় এই হার ১.৫ মাত্র। দিল্লি, জয়পুর, লখনউ, মুম্বই, পাটনা-সহ দেশের বহু শহরে অপরাধের হার ঊর্ধ্বগামী। সেখানে গত তিন বছরের পরিসংখ্যান বলছে কলকাতায় কমেছে অপরাধের সংখ্যা। কেন্দ্রই জানিয়েছে যে, ২০২০ সালে যেখানে অপরাধের সংখ্যা ছিল ১৮ হাজার ২৭৭টি, সেখানে ২০২১ সালে এই সংখ্যা হ্রাস পেয়ে হয়েছিল ১৪ হাজার ৫৯১টি। ২০২২ সালে অপরাধের সংখ্যা আরও কমেছে। এনসিআরবি-র তথ্য বলছে, গত বছর কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১২ হাজার ২১৩টি। সেখানে দিল্লিতে গত বছর অপরাধের সংখ্যা ছিল ৩ লক্ষ ১৮ হাজার ৫৫৫, গুজরাটের আহমেদাবাদে ৫৩ হাজার ৮৪৫, সুরাটে ৫৫ হাজার ৩০০, মধ্যপ্রদেশের ইন্দোরে ২৭ হাজার ১২৭, রাজস্থানের জয়পুরে ৩৬ হাজার ৯৬১, উত্তরপ্রদেশের লখনউয়ে ১৯ হাজার ৫৮, কানপুরে ১৫ হাজার ২৬০।
তাহলে কেন্দ্রীয় সংস্থার রিপোর্টেই জানান হচ্ছে যে দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর কলকাতা। এখন বিরোধীরা কি বলবেন, এই রিপোর্ট ও মিথ্যা?
❤ Support Us