Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৩

ভূস্বর্গে বাড়ছে মানব পাচার। সচেতনতা গড়ে তুলে ঠেকাতে হবে এ ঘৃণ্য অপরাধ, কর্মশালায় বার্তা রেখা শর্মার

আরম্ভ ওয়েব ডেস্ক
ভূস্বর্গে বাড়ছে মানব পাচার। সচেতনতা গড়ে তুলে ঠেকাতে হবে এ ঘৃণ্য অপরাধ, কর্মশালায় বার্তা রেখা শর্মার

জম্মু-কাশ্মীরে ক্রমবর্ধমান মানব পাচার নিয়ে উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস অফ ব্যুরোর পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেন, গত অর্থবর্ষে ১৫.৫৬ শতাংশ বেড়ে গিয়েছে এধরনের অপরাধ।যার শিকার অধিকাংশ মেয়েরা।

ভুস্বর্গে একটি কর্মশালার আয়োজন করেছে জাতীয় মহিলা কমিশন। যার মূল লক্ষ্য হল, এখানকার সাধারণ মানুষদের বিষেষত মেয়েদের পাচার সম্পর্কে সচেতন করে তোলা। কর্মশালার সূচনায় রেখা বলেছেন, কন্যাসন্তান ও শিশুদেরকে পাচারের হাত থেকে যেভাবেই হোক বাঁচাতে হবে। একজন মানুষের সম্মতি ছাড়া , তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে এক স্থান থকে অন্য স্থানে নিয়ে যাওয়ার মতো অপরাধ আর কিছু হতে পারে না। কাশ্মীর হোক, বা কন্যাকুমারী-ছবি মোটামুটি একই। সবচেয়ে মজার কথা হল, যিনি পাচারের শিকার হন তিনি তা বুঝতে পারেন না। এর মূল কারণ, সাধারন মানুষের সচেতনতার অভাব। আর তা গড়ে তুলতেই তাঁদের এত আয়োজন। রাজ্যের কমিশন, এনজিও সকলের সমবেত প্রচেষ্টায় শিক্ষার্থীসহ সমস্ত জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হবে । যাতে এ সমস্যা সম্পর্কে প্রত্যেকে অবহিত হন।

নারীদের পাচার এত বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে চেয়ারপার্সন জানিয়েছেন, চাকরির টোপ  দিয়ে তাদের ফাঁদে ফেলা হয়। তারপর তাদের গ্রাম বা শহর থেকে নিয়ে এসে অন্য জায়গায় অচেনা অজানা জায়গায়  পাঠিয়ে দেওয়া হয়। যেখানে অধিকাংশ ক্ষেত্রে তারা যৌন নিপীড়নের শিকার হয়। কাশ্মীরের ক্ষেত্রে যে প্রবণতাটা সবথেকে বেশি তা হল বিয়ে করে  মেয়েদেরকে পাচার দেওয়া।  এক্ষেত্রে  তিনি পশ্চিমবঙ্গের কথা বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেছেন। তিনি  জানান এ গোটা বিষয়ে একটি  স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানোর পরিকল্পনা রয়েছে। যেখানে মানব পাচারের খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে।

জম্মু-কাশ্মীরে দীর্ঘদিন ধরে কোনো  রাজ্য মহিলা কমিশন নেই। আসলে নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলে তার ব্যবস্থাও হয়নি। রেখা শর্মা অবশ্য আশা করেন, যখন রাজ্য আইনসভা আবার পুনর্গঠিত হবে, তখন নিশ্চয়ই সংস্থা গড়ে উঠবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!