- এই মুহূর্তে দে । শ
- জুন ১১, ২০২৪
বাংলাকে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র

নবগঠিত এন ডি এ জোট সরকার শপথ গ্রহণের আটচল্লিশ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য ১০হাজার ৫১৩ কোটি টাকা বরাদ্দ করল । কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেছেন। কেন্দ্রের তরফে অঙ্গরাজ্যগুলি থেকে আদায় করা করা মোট রাজস্বের ৪১ শতাংশ অর্থ রাজ্যগুলি পেয়ে থাকে। তাই এটি কোনও সরকারি অনুদান নয়। । এবারের অন্তর্বর্তী বাজেটে জানানো হয়েছিল রাজ্য থেকে প্রাপ্ত কর হিসেবে এবারে কেন্দ্রের ভাঁড়ারে মোট ১২ লক্ষ ১৯হাজার কোটি টাকা জমা হওয়ার কথা। পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ ১০হাজার ৫১৩ কোটি টাকা আসলে রাজ্যেরই অধিকারের অর্থ।
নীতি আয়োগ (পূর্বতন যোজনা কমিশন)-এর মতে এই ১০হাজার ৫১৩ কোটি টাকা রাজ্য সরকার নিজের ইচ্ছামতো মূলধন খাতে, সামাজিক প্রকল্পের খাতে ব্যয় করতে পারে। সরকার চাইলে রাস্তাঘাটের উন্নতিকল্পেও খরচ করতে পারে। অর্থাৎ এটি সম্পূর্ণরূপে রাজ্যের অধিকারের বিষয়।
শুধু পশ্চিমবঙ্গ নয়, উত্তরপ্রদেশের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের জন্য বরাদ্দের পরিমাণ সবচেয়ে বেশি। ২৫ হাজার কোটি টাকা। সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট এই রাজ্যে কর আদায়ের পরিমাণও অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। বিহার পেয়েছে ১৪ হাজার কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ পেয়েছে সাড়ে ৫ হাজার কোটি টাকা।
আজ মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে সরকারি প্রকল্পের খাতে অর্থ বরাদ্দ না করার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। সেক্ষেত্রে, অর্থমন্ত্রক সুত্রে প্রাপ্ত এই অর্থ তাঁর তথা রাজ্যের মুখে হাসি ফোটাবে, তা সহজে অনুমেয়।
❤ Support Us