- দে । শ বৈষয়িক
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ভারতীয় ইউপিআই পরিষেবা চালু সাত দেশে।তালিকায় নয়া সংযোজন শ্রীলঙ্কা, মরিশাস
শ্রীলঙ্কা ও মরিশাসে চালু হল ভারতের ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস পরিষেবা। একটি বিশেষ বৈঠকে এই পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ভিডিয়ো বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জ্যাগনথ।
রবিবারই বিদেশমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় নতুন এই পরিষেবা সম্পর্কে। পরে এসম্পর্কে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে ডিজিটাল পরিষেবা ছড়িয়ে দিয়েছেন। এবার দেশের বাইরেও সেই পরিষেবাকে বাড়িয়ে দেওয়া হল। এতে দুই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দৃঢ় সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি ডিজিটাল সম্পর্কও মজবুত হবে। উপকৃত হবেন তিন দেশের পর্যটকরা। বাজারে খুচরো সমস্যা মিটবে, উৎসাহিত হবেন ব্যবসায়ীরাও ।
শ্রীলঙ্কা ও মরিশাসে ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের পাশাপাশি ভারতে আগত সেইসব দেশের নাগরিকরাও রুপে ইউপিআই এবং কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পরাবেন। এপ্রসঙ্গে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, ইউপিআই পরিষেবা পাওয়া যায় এমন গন্তব্যগুলিকেই প্রাধান্য দেবেন ভারতীয় পর্যটকেরা ।’
UPI goes Global!🤩
India's Unified Payments Interface goes International with launches in Sri Lanka and Mauritius!An instant, one-stop payment interface showcases 'Make in India, Make for the World'. #DigitalPayment #RuPay pic.twitter.com/EI8LBWxZCi
— MyGovIndia (@mygovindia) February 12, 2024
গত বছর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিহের ভারত সফরের সময় দুই দেশ একটি ভিশন ডকুমেন্ট গ্রহণ করেছিল । আর্থিক সংযোগ বাড়ানোই ছিল এর মূল লক্ষ্য ছিল ।মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গেও বিস্তারিত আলোচনা হয়েছিল ।এই প্রসঙ্গে এনপিসিআই ইন্টারন্যাশেনাল পেমেন্টস লিমিটেড জানিয়েছে, এটি পর্যটন এবং বাজারে খুচরো সমস্যা দূর করতে ব্যবসায়ীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠবে ।২০২৪ এর ফেব্রুয়ারিতেই ফ্রান্স ইউপিআই এর মাধ্যমে আর্থিক লেনদেনের প্রক্রিয়া চালু হয় । ভারতীয় পর্যটকরা সেদেশে গিয়ে ডিজিটল মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারছেন । প্রক্রিয়াটি শুরু হওয়ার পর থেকেই এটি সেখানে সফররত ভারতীয় পর্যটকদের মধ্যে জনপ্রিয়তা পায়। পাশাপাশি নেপাল, ভূটান, সিঙ্গাপুর, ইউএইতেও ভারতীয় ইউপিআই পরিষেবা চলে ।
❤ Support Us