Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৫, ২০২৪

৫০০ উইকেটের মাইলস্টোনের সামনে অশ্বিন, অভিষেক হতে পারে সরফরাজ, জুরেলের

রাজকোটে শততম টেস্ট খেলতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস

আরম্ভ ওয়েব ডেস্ক
৫০০ উইকেটের মাইলস্টোনের সামনে অশ্বিন, অভিষেক হতে পারে সরফরাজ, জুরেলের

বৃহস্পতিবার থেকে রাজকোটে শুরু হচ্ছে ভারত–ইংল্যান্ড তৃতীয় টেস্ট। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যেমন শততম ম্যাচ খেলতে নামছেন, তেমনই টেস্টে ৫০০ উইকেটের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের আগের দিন ইংল্যান্ড প্রথম একাদশ ঘোষণা করলেও, ভারতের প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। তবে রাজকোটে দুই তরুণ ক্রিকেটারের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।

চোটের জন্য বিশাখাপত্তনমে আগের টেস্টে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। পুরো ফিট না হওয়ায় রাজকোট টেস্ট থেকেও ছিটকে গেছেন লোকেশ রাহুল। চোটের জন্য রাজকোটে খেলতে পারবেন না শ্রেয়স আয়ারও। তাঁর জায়গায় সরফরাজ খানের অভিষেক হতে চলেছে। এছাড়া কেএস ভরতের জায়গায় তরুণ উইকেটকিপার–ব্যাটার ধ্রুব জুরেলের অভিষেক হতে পারে। চোট সারিয়ে রবীন্দ্র জাদেজা দলে ফিরছেন। সম্ভবত কুলদীপ যাদবকে প্রথম একাদশের বাইরে যেতে হবে। কারণ অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের কথা মাথায় রাখছে টিম ম্যানেজমেন্ট।

হায়দরাবাদ, বিশাখাপত্তনমের মতো রাজকোটে ঘূর্ণি উইকেট হবে না। হালকা ঘাস থাকলেও ব্যাটাররা সুবিধা পাবেন। পরের দিকে বল ঘুরতে পারে। সেকথাই শোনা গেছে ঘরের ছেলে রবীন্দ্র জাদেজার মুখে। ম্যাচের আগের দিন তিনি বলেন, ‘‌রাজকোটে ফ্ল্যাট উইকেট। পরের দিকে বল ঘুরতে পারে।’‌ তবে ইংল্যান্ডের থেকে নিজেদের এগিয়ে রাখছেন জাদেজা। তিনি বলেন, ‘‌ইংল্যান্ডকে খুব বেশি শক্তিশালী প্রতিপক্ষ বলে মনে করি না। ভারতে এসে সিরিজ জিতে ফেরা যে কোনও দলের পক্ষেই কঠিন। হায়দরাবাদে দ্বিতীয় ইনিংসে কয়েকটা ভুলের মাশুল আমাদের দিতে হয়েছিল। আশা করছি রাজকোটে সেই ভুল হবে না।’‌

টেস্টে এই মুহূর্তে ৪৯৯ উইকেট অশ্বিনের। ৫০০ উইকেটের মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে। দীর্ঘদিনের সতীর্থের কৃতিত্ব নিয়ে দারুণ উত্তেজিত জাদেজা। তিনি বলেন, ‘‌১২–১৩ বছর ধরে অশ্বিনের সঙ্গে খেলছি। ৫০০ উইকেটে পৌঁছনো দুর্দান্ত কৃতিত্ব। আশা করেছিলাম প্রথম ম্যাচেই মাইলস্টোনে পৌঁছবে। আমার শহর রাজকোটে রেকর্ড গড়বে, এটা ভেবেই আমি উত্তেজিত।’‌

রাজকোটে শততম টেস্ট খেলতে নামছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। মাইলস্টোন নিয়ে তেমন মাথাব্যাথা নেই স্টোকসের। শততম টেস্ট খেলতে নামার আগে তিনি বলেন, ‌‘‌আমার কাছে প্রতিটা টেস্টই সমান গুরুত্বপূর্ণ। ১০০ তম টেস্ট আমার কাছে আর পাঁচটা টেস্টের মতোই। ৯৯, ১০০ কিংবা ১০১ টেস্টের মধ্যে আলাদা কোনও ব্যাপার নেই। কতদিন ধরে খেলছি, একমাত্র সেটাই প্রতিফলিত হয়।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!