শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভয়াবহ আগুন বিশাখাপত্তনমের একটি বন্দরে। আগুনে পুড়ে ছাই হয়ে গেল ৪০টি নৌকা। রবিবার রাতে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের বন্দরটিতে আচমকাই আগুন লেগে যায়। আগুন লেগে যায় মাছ ধরার নৌকাতেও। প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মৎসজীবীরা।
গোটা ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর নেই। এদিকে, মৎসজীবীদের সন্দেহ, অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই কে বা কারা নৌকাগুলিতে আগুন লাগিয়ে দিয়েছে।
বরিবার রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ হয়। তার পরই দাউদাউ করে আগুন লেগে যায় নৌকাগুলোয়। রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিশাখাপত্তনমের একটি মৎস্য বন্দরে। দমকল সূত্রে খবর, এই ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।
পুলিশের তরফে জানান হয়েছে, রবিবার রাত সাড়ে ১১টা নাগাদ মাছ ধরার ওই বন্দরে আগুন লাগে। নৌকায় থাকা ছিল দাহ্য পদার্থ। এমনকী সিলিন্ডার ফেটেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুনের তীব্রতা এতোটাই ছিল যে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রাতভর আগুন নিয়ন্ত্রণের কাজ চালায় বিশাল দমকল বাহিনী। এখন আগুন নিয়ন্ত্রণে।
দমকল আধিকারিকদের অনুমান, নৌকার সিলিন্ডার ফেটে যাওয়ার কারণে বন্দরে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে যাওয়ায় বন্দরে উপস্থিত অন্তত ২৫টি নৌকা প্রাথমিক ভাবে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ৪০টি নৌকা পুড়ে ছাই হয়ে গেছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34