- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৯, ২০২৪
প্যারিস অলিম্পিকের আগে স্বস্তি, আন্তর্জাতিক মঞ্চে আবার সোনা জয় নীরজ চোপড়ার
ইতিহাস সৃষ্টি করলেন ভারতের ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া। পাভো নুরমি গেমসে সোনা জিতেছেন অলিম্পিকে সোনাজয়ী এই জ্যাভেলিন থ্রোয়ার। ফিনল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো সোনা জিতলেন নীরজ চোপড়া। সোনা জয়ের পথে তিনি থ্রো করেন ৮৫.৮৭ মিটার। প্যারিস অলিম্পিকের আগে এই সোনা জয় নিঃসন্দেহে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।
২০২২ সালে পাভো নুরমি গেমসে রুপো জিতে সন্তুষ্ট থাকতে হয়েছিল নীরজ চোপড়াকে। গতবছর এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। অলিম্পিকের প্রস্তুতির জন্য এবার পাভো নুরমি গেমসকে বেছে নিয়েছিলেন। এছাড়া চোট সারিয়ে কতটা ফিট হয়ে উঠেছেন, সেটাও দেখে নিতে চেয়েছিলেন। লক্ষ্যে সফল নীরজ। তাঁর আশা প্যারিসে সেরা ছন্দেই থাকতে পারবেন।
প্রতিযোগিতার মোট ৬ রাউন্ডের মধ্যে নীরজ প্রথম রাউন্ডে ৮৩.৬২ মিটার এবং দ্বিতীয় রাউন্ডে ৮৩.৪৫ মিটার ছোড়েন। তৃতীয় প্রচেষ্টায় ছোড়েন ৮৫.৯৭ মিটার। এটাই তাঁকে সোনা এনে দেয়। চতুর্থ রাউন্ডে ছোড়েন ৮২.২১ মিটার। পঞ্চম রাউন্ডে ফাউল করেন। ষষ্ঠ রাউন্ডে ছোড়েন ৮২.৯৭ মিটার। ৮৪.১৯ মিটার ছুড়ে রুপো জিতেছেন ফিনল্যান্ডের টোনি কিরানেন। ফিনল্যান্ডেরই অলিভার হিল্যান্ডার ৮৩.৯৬ মিটার ছুড়ে তৃতীয় হন।
এই প্রতিযোগিতায় অ্যান্ডারসন পিটার্স, জার্মানির ১৯ বছর বয়সী তারকা ম্যাক্স ড্যানিংও প্রতিযোগিতায় নেমেছিলেন। যদিও তাঁরা নীরজকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেননি। ৭ জুলাই প্যারিস ডায়মন্ড লিগে নামবেন নীরজ। মে মাসে দোহা ডায়মন্ড লিগে ৮৮.৩৬ মিটার ছুড়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন।
❤ Support Us