- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২, ২০২৪
কেন্দ্রীয় পরীক্ষা সংস্থাকে পরীক্ষা পদ্ধতির ত্রুটি সংশোধন করার নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রশ্ন ফাঁস রোধে পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলি সংশোধন করা দরকার। নিট–ইউজি পরীক্ষার জন্য কেন্দ্রীয় পরীক্ষা সংস্থাকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের মহামান্য শীর্ষ আদালত, ছাত্রদের স্বার্থ দেখার ওপরও জোর দিতে বলেছে জাতীয় পরীক্ষা সংস্থাকে।
শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশ্ন ফাঁস মামলায় বলে, ‘পরীক্ষার কাঠামোগত প্রক্রিয়ার ত্রুটি লক্ষ্য করেছি। শিক্ষার্থীদের স্বার্থের কথা ভেবে এটা চলতে দেও্যা যায় না।’ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ প্রাক্তন ইসরো প্রধান ডঃ কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে দিল্লি এইমসের প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়াসহ গঠিত সাত সদস্যের প্যানেলকে রিপোর্ট জমা দেয়ার জন্য ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। কমিটিকে পুরো পরীক্ষার প্রক্রিয়া বিশ্লেষণ এবং এটিকে আরও দক্ষ করার জন্য পরিবর্তনের পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিকে গাইড করার জন্য সুপ্রিম কোর্ট ৮টি বিষয় সুপারিশ করেছে। যার মধ্যে রয়েছে পরীক্ষা পরিচালনার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি বা প্রোটোকল তৈরি করা, পরীক্ষা কেন্দ্র বরাদ্দের প্রক্রিয়ার পর্যালোচনা এবং প্রার্থীদের পরিচয়পত্র পরীক্ষা ও পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি পর্যবেক্ষণ। এছাড়া, প্রশ্নপত্র টেম্পারিং না করার জন্য নিরাপদ লজিস্টিক প্রোভাইডার নিশ্চিত করা। ২০২৪ সালের নিট–ইউজি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময়ই ফাঁস হয়েছিল।
ফাঁস হওয়া পরীক্ষার প্রশ্নপত্রে কোন পদ্ধতিগত লঙ্ঘন ছিল না বলে আঐদালত জানিয়েছে। এই প্রশ্নপত্র ফাঁস শুধুমাত্র বিহারের পাটনা ও ঝাড়খণ্ডের হাজারিবাগে সীমাবদ্ধ ছিল। হাজারিবাগে প্রশ্নপত্র ফাঁসকে সিবিআই ‘গ্রাউন্ড জিরো’ হিসেবে চিহ্নিত করেছে। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্ত ‘সলভার গ্যাং’ র্যাকেটের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই–কে। সংস্থাটি রাকেশ রঞ্জন, ওরফে রকি নামে এক ব্যক্তিসহ, অনেককে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় সংস্থা এই মামলায় প্রথম চার্জশিটও দাখিল করেছে। এতে ১৩ জনের নাম রয়েছে, যার মধ্যে চারজন পরীক্ষার্থী, একজন জুনিয়র প্রকৌশলী এবং ‘কিংপিন’ হিসাবে চিহ্নিত দুই ব্যক্তি রয়েছে।
❤ Support Us