Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১৩, ২০২৪

নিটে ‘বাড়তি নম্বর’ প্রাপকদের পুনরায় বসতে হবে পরীক্ষায়। যোগ্যদের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে, রায় শীর্ষ আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
নিটে ‘বাড়তি নম্বর’ প্রাপকদের পুনরায় বসতে হবে পরীক্ষায়। যোগ্যদের কাউন্সিলিং প্রক্রিয়া চলবে, রায় শীর্ষ আদালতের

নিট পরীক্ষা নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে , ১৫৬৩ জন গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে হবে। পাশাপাশি তাঁদের প্রাপ্ত বাড়তি নম্বর বাতিল করা হবে। তবে বাকিদের কাউন্সেলিং-এর ক্ষেত্রে কোনও বাধা নেই। যথাসময়ে তা শুরু হবে। দেশের শীর্ষ আদালত পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিআর ও কর্তৃপক্ষকে দু সপ্তাহের মধ্যে এবিষয়ে জবাব দেওয়ার নোটিশ জারি করেছে।

সমগ্র বিষয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন,’আমি শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে জানাতে চাই ভারত সরকার ও এনটিআর তাঁদের উপযুক্ত ন্যায় দেওয়ার জন্য বদ্ধপরিকর। প্রায় ২৪ লক্ষ ছাত্রছাত্রী নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কোথাও কোনও প্রশ্নপত্র ফাঁসের খবর মেলেনি। কোথাও কোনও প্রমাণও পাওয়া যায়নি। আদালতের নির্দেশ মোতাবেক পরীক্ষার জন্য একটি মডেল তৈরি করা হয়েছে। পাশাপাশি শিক্ষাবিদদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। আমরা আদালতের নির্দেশ অনুযায়ী যা পালনীয় তাই মেনে চলব।’

 

আগামী ২৩ জুন ওই গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের আবার পরীক্ষায় বসতে হবে।ফল প্রকাশ হবে ৩০ জুন। এমবিবিএস, বিডিএস ও অন্যান্য মেডিক্যাল পাঠক্রমে ভর্তির কাউন্সেলিং শুরু হবে ৬ জুলাই থেকে।।ক্ষুব্ধ পরীক্ষার্থীদের তরফে দাবি করা হয়েছিল যে, পুনরায় নিট পরীক্ষা নেওয়া হোক এবং কাউন্সেলিং স্থগিত রাখা হোক।তবে শুনানির সময় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে, গোটা পরীক্ষা বাতিল করা ঠিক হবে না। নির্দিষ্ট সময়ে কাউন্সেলিংও শুরু হবে। উল্লেখ্য, নিট পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় সারা দেশে মোট ৬৭ জন পরীক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছেন। পাশাপাশি জানা যায় প্রশ্নপত্র ও পরীক্ষাকেন্দ্রে ‘সময় নষ্ট’ জনিত সমস্যার জন্য কিছু পরীক্ষার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছে। তবে র‍্যাঙ্কিং নিয়ে বিতর্ক শুরু হলে ওই গ্রেস নম্বরের যৌক্তিকতা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দেয়। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা সরব হয়। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত আজ তাঁদের রায় জানিয়েছেন। আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!