- দে । শ প্রচ্ছদ রচনা
- জুন ২০, ২০২৪
নিট দুর্নীতি কান্ডে সরগরম দিল্লির রাজপথ, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ যুব কংগ্রেসের, রাহুল গান্ধির বাড়িতে পরীক্ষার্থীদের একাংশ
ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ বিতর্কে দেশ জুড়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। পরীক্ষার্থীদের একাংশ তো বটেই, এবার রাজনৈতিক দলগুলিও একে একে পথে নামতে শুরু করেছে।পূর্বে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বরাবরই নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, এমনটা মানতে চাননি। তবে আজ বিহার থেকে সরাসরি দুর্নীতির খবর আসতে আন্দোলনের যজ্ঞে ঘৃতাহুতি হয়। আজ বিকেলে যুব কংগ্রেসের কর্মীরা দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও পুলিশ সেই মুহূর্তে বিক্ষোভকারীদের আটক করে।
#WATCH | Delhi: Youth Congress workers protesting outside Union Education Minister Dharmendra Pradhan’s residence were detained by Delhi Police. pic.twitter.com/iR1GhCnPu4
— ANI (@ANI) June 20, 2024
তবে বিক্ষোভ প্রদর্শন থেমে থাকেনা। দিল্লির শাস্ত্রী ভবনের সামনে ‘নিট’ ও ‘নেট’ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ বিক্ষোভকারীদের আটক করেছে। পরীক্ষার্থীদের একাংশ আজকে বিকেলে সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধির দিল্লির ১০নং জনপথ রোডের বাড়িতে চলে যান । রাহুল গান্ধি এখন লোকসভার বিরোধী দলনেতা। ফলে সংসদের অধিবেশন যে সরগরম হবে তাতে কোনও সন্দেহ নেই।
#WATCH | Delhi: Members of AISA (All India Students Association) protest outside Shastri Bhawan over NEET and UGC-NET issues. The protesters are being detained by the Police. pic.twitter.com/6SRZGWGiW3
— ANI (@ANI) June 20, 2024
নিট পরীক্ষা নিয়ে বিতর্কের মাঝে নেট পরীক্ষাও বাতিল করে দেয় জাতীয় পরীক্ষা গ্রাহক সংস্থা এন টি এ। ফলে ‘নেট’ পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। ছাত্রছাত্রীদের একাংশেরও দাবি যে অধ্যাপক-গবেষক নিয়োগের পরীক্ষা ‘নেট’ বা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টও দুর্নীতি মুক্ত নয় । ফলে তা নিয়ে তদন্ত হওয়া দরকার।
#WATCH | Delhi: A delegation of NEET aspirants arrives at 10 Janpath to meet Congress leader Rahul Gandhi. pic.twitter.com/hXR1viaoHk
— ANI (@ANI) June 20, 2024
গত কদিন ধরে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট দেশের রাজনীতির ময়দান সরগরম করে তুলেছে। ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র ফাঁসের দাবি করেছেন। পাশাপাশি ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়ার তীব্র বিরোধিতা করেছেন তাঁরা।মেধাতালিকায় একসঙ্গে ৬৭ জনের প্রথম স্থানে থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পরীক্ষার্থীদের একাংশ। ঘটনা শেষপর্যন্ত আদালত অবধি গড়ায়। আদালত বাড়তি নম্বর বাতিল করে ও পরীক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য নির্দেশ দেয়। তবে শীর্ষ আদালত কাউন্সেলিং বন্ধ করার কোনও নির্দেশ দেয়নি। এই সংক্রান্ত পরবর্তী মামলার শুনানির দিন আগামী ৮ জুলাই ধার্য করা হয়েছে।
❤ Support Us