Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৯, ২০২৩

নতুন শিক্ষানীতি চালু হল রাজ্যে, প্রাকপ্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বহু ক্ষেত্রেই আনা হল পরিবর্তন

আরম্ভ ওয়েব ডেস্ক
নতুন শিক্ষানীতি চালু হল রাজ্যে, প্রাকপ্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক বহু ক্ষেত্রেই আনা হল পরিবর্তন

কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি পুরোপুরি মানবে না রাজ্য, তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্য সরকার নিজেদের মতো শিক্ষা নীতি বলবৎ করার জন্য কমিটি গঠন করেছিল। সেই কমিটি প্রস্তাবিত রাজ্য শিক্ষানীতিকেই মান্যতা দিল সরকার। গেজেটে নোটিফিকেশন জারি করে শিক্ষা দফতর জানিয়েছে, আজ থেকে অর্থাৎ শনিবার থেকেই রাজ্যে নতুন শিক্ষানীতি শুরু হবে।

রাজ্যের নতুন শিক্ষানীতিতে যে সমস্ত বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে এবার থেকে  বাচ্চাদের প্রাকপ্রাথমিকে পড়তে হবে ১ বছর আর চার বছরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। তাছাড়া বাকি যা নিয়ম ছিল তা অপরিবর্তিত থাকছে। অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণি, তারপর নবম-দশম শ্রেণির শেষে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেওয়া যাবে।

এছাড়া একাদশ ও দ্বাদশ শ্রেণির শেষে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া ব্যবস্থা বজায় থাকলেও  উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরণ বদলে দেওয়া হয়েছে। সেমেস্টার পদ্ধতি এবং এমসিকিউ ধাঁচে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবার থেকে। তিন বছর থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের যাবতীয় অ্যাকাডেমি রেকর্ড জমা থাকবে ক্লাউডে। প্রত্যেক স্কুলে এবার থেকে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি’-র’ প্রক্রিয়া চালু করা হল। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করতে যাতে পড়ুয়াদের অসুবিধা না হয় সে জন্য স্কুল পর্যায় থেকেই ভাবনা চিন্তা শুরু করবে শিক্ষা দফতর।

রাজ্যের স্কুলগুলির সঙ্গে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের সমন্বয় ঘটানো হবে। পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু হচ্ছে। ভিন রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যাতে বাংলায় রাজ্যে আসে, সেদিকেও নজর দেওয়া হয়েছে। সেইসঙ্গে মাতৃভাষা ও আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে রাজ্যের নতুন শিক্ষানীতিতে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!