Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১১, ২০২৪

ধর্ষণে অভিযুক্ত লামিছানেকে নির্বাসিত করল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্ষণে অভিযুক্ত লামিছানেকে নির্বাসিত করল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন

ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় দেশের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিছানেকে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এক তরুণীকে যৌন নিপীড়নের জন্য লামিছানেকে ৮ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে কাঠমান্ডু জেলা আদালত। বুধবার রায় প্রদান করেছে আদালত। আদালতের রায় ঘোষণার পরপরই বৃহস্পতিবারই লামিছানেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌ধর্ষণের দায়ে সন্দীপ লামিছানেকে দোষী সাব্যস্ত করা হয়েছে। শাস্তির কবলে পড়ায় লামিছানেকে সব ধরনের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে।’‌
৮ বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ৩ লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এরমধ্যে ২ লক্ষ টাকা নিপীড়িত তরুণীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। কাঠমান্ডু জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লামিছানে।
লামিছানে বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন। জনগণের সমর্থনও পেয়েছেন তিনি। প্রায় এক বছরের বেশি সময় ধরে বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে লামিছানের মামলার নিস্পত্তি হল। সেপ্টেম্বরে কাঠমান্ডু পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে লামিছানের ক্রিকেট কেরিয়ার হঠাৎ বাধাগ্রস্ত হয়। তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় নেপাল ক্রিকেট সংস্থা। সেই সময় তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলছিলেন। ফ্র্যাঞ্চাইজি তাঁর চুক্তি বাতিল করে কাঠমান্ডুতে ফিরে যাওয়ার অনুরোধ জানায়। কাঠমান্ডু ফিরলে লামিছানেকে গ্রেপ্তার করে নেপাল পুলিশ। আদালতের শুনানিতে গত ডিসেম্বরে লামিছানেকে দোষী সাব্যস্ত করা হয়। অবশেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করা হয়েছে। লামিছানে নিজেকে নির্দোষ দাবি করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!