- প্রচ্ছদ রচনা
- নভেম্বর ৯, ২০২২
ভোররাতে নেপালে ভূমিকম্প, মৃত ৬

আবার ভূমিকম্পের শিকার নেপাল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। ঘুমের মধ্যেই বেঘোরে প্রাণ হারিয়েছেন অনেকেই। আহতও প্রচুর। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
বুধবার ভোররাতে তখন সবাই ঘুমে আচ্ছন্ন। ২টো নাগাদ হঠাৎ কেঁপে ওঠে ঘরবাড়ি। কম্পন অনুভূত হতেই সবাই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তাড়াহুড়ো করে বেরিয়ে আসতে গিয়ে অনেকেই অন্ধকারে পড়ে যান। কম্পনে একাধিক ঘরবাড়ি ভেঙে যায়। দিনের আলো ফুটে ওঠার আগেই উদ্ধার কাজে হাত লাগায় প্রশাসন ও দমকল বাহিনী। প্রাথমিকভাবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তরাখণ্ডের পিথোরগড় থেকে ৯০ কিমি পূর্ব ও দক্ষিণ-পূর্ব এবং নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থিত দাইপায়ালে। ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। নেপালের এই কম্পন ছড়িয়ে উত্তর ভারতের একাধিক রাজ্যে। উত্তরাখণ্ড থেকে শুরু করে রাজধানী দিল্লিতেও ভূমিকম্প অনুভূত হয়। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে ভোর সাড়ে ৬টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতা ছিল ৪.৩। উত্তরপ্রদেশের লখনউ, গাজিয়াবাদেও কম্পন অনুভূত হয়। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। রবিবার ও মঙ্গলবারও উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছিল।
❤ Support Us