Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২১, ২০২৪

ডার্কওয়েবে ৬ লক্ষে বিক্রি ‘নেট’-র প্রশ্ন, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

আরম্ভ ওয়েব ডেস্ক
ডার্কওয়েবে ৬ লক্ষে বিক্রি ‘নেট’-র প্রশ্ন, বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-র দুর্নীতি নিয়ে ইতিমধ্যে দেশের রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে। এমতাবস্থায় অঙ্কুরিত হয়েছে পরীক্ষা সংক্রান্ত নতুন একটি কেলেঙ্কারি । অধ্যাপক ও গবেষক নিয়োগের সর্বভারতীয় পরীক্ষা ‘নেট’ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। জানা গেছে, পরীক্ষার নির্ধারিত দিনের ৪৮ ঘণ্টা আগে তার প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। যদিও নিট বিতর্কে জর্জরিত পরীক্ষা গ্রাহক সংস্থা এন টি এ ইতিমধ্যে নেট পরীক্ষাও স্থগিত করে দিয়েছে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। জানা গেছে , পরীক্ষার নির্ধারিত দিনের দুদিন আগে সমাজমাধ্যমে অধ্যাপক নিয়োগের পরীক্ষা নেট- এর প্রশ্নপত্র ফাঁস হয়েছে। শুধু তাই নয়, ৬ লক্ষ টাকার বিনিময়ে ডার্ক ওয়েব ও সমাজমাধ্যমে তা এনক্রিপ্টেড করে বিক্রিও হয়েছে। যদিও তদন্তকারী আধিকারিকেরা এর উৎস সম্বন্ধে এখনও ওয়াকিবহাল নন। এন টি এ-র সহযোগিতায় আপাত সে বিষয়ে তদন্ত জারি রয়েছে।
তদন্তকারী দলের দাবি, সাড়া দেশ জুড়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহন করার জন্য অসংখ্য কোচিং সেন্টার চালু আছে, সেগুলিকেও সন্দেহের তালিকার বাইরে রাখা যুক্তিসঙ্গত নয়। সেক্ষেত্রে আধিকারিকেরা সেগুলি সরেজমিনে খতিয়ে দেখতেও পারেন। সারা দেশে এমন কয়েক হাজার প্রতিষ্ঠান আছে যেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মর্মে একটি এফ আই আর দায়ের করেছে। শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত কতিপয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সি বি আই সূত্র অনুযায়ী জানা গেছে, তাদের অনুমান , এই সমগ্র ঘটনার পিছনে রয়েছে একটি বিশাল চক্র।
লখনউ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর দাবি ,নেট পরীক্ষার একটি বিষয়ের কোনও একটি পেপার ৫০০০ টাকার বিনিময়ে মিলছিল । এই সংক্রান্ত একটি খবর হোয়্যাটস্যাপ ও টেলিগ্রামে রীতিমতো প্রচার হয়েছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক বার্তা রীতিমতো ঝাঁঝালো হয়ে উঠতে শুরু করেছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধি তো বটেই , পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, তৃণমূলের সাকেত গোখলে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!