- দে । শ
- এপ্রিল ৩০, ২০২৪
তাপপ্রবাহে পথচারীদের জন্য বসিরহাটে স্কাউটদের জলছত্র

দহনবেলায় একটু স্বস্তি দিতে পথচলতি মানুষের হাতে তৃষ্ণার জল তুলে দিচ্ছেন কিশোর–তরুণের দল। প্রতিদিন সকাল থেকে বিকেল এই দৃশ্য চোখে পড়বে বসিরহাটের নানা প্রান্তে। বেলা বাড়লেই প্রচন্ড তাপপ্রবাহে মানুষ ঘর বন্দি। খুব প্রয়োজন না হলে কেউ পথে বেরোচ্ছেনা । আবার নানা পেশায় এমন মানুষ আছেন তাদের রুজি রোজগারের জন্য বেরতেই হবে। বাসে, ট্রেনে, আটো, টোটো কিংবা পায়ে হেঁটে এই দূর্বিসহ গরমে তাঁদের কর্মস্থলে যেতেই হবে। গরমে পথে বেরিয়ে ক্লান্তিতে একটু পানীয় জলের জন্য হাহাকার করছেন, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ। সেইসব পথচারির হাতে ঠান্ডা পানীয় জল তুলে দিচ্ছেন নেতাজি সুভাষ স্কাউট এন্ড গাইড গ্রুপের রোভার, রেঞ্জার, গাইডরা।
সংগঠনের তরফে কল্যান মুখার্জি, সুব্রত দে বলেন, সব কিছু উপেক্ষা করে এই প্রচন্ড তাপপ্রবাহকে মাথায় নিয়ে যেসব মানুষ পথে বেরিয়েছেন তাদের হাতে ‘ও আর এস’ মিশ্রিত জল তুলে দিচ্ছি। পথ চলতি মানুষ তাঁদের তৃষ্ণা মেটানোর অনেকটা স্বস্তি পাচ্ছেন। স্কাউটের ছেলে মেয়রা ৭ দিন বসিরহাট শহরের বিভিন্ন জনবহুল এলাকায় জলছত্র চালাচ্ছেন। ভ্যাবলা স্টেশন, বসিরহাট স্টেশন, থানার সামনে, বোটঘাট, টাউনহল, চৌমাথা, ত্রিমোহিনী এলাকায় গনগনে সূর্য মাথায় নিয়ে একজন প্রাণ চঞ্চল ছেলেমেয়ে মানুষের পাশে রয়েছেন। এই ভোটের দামামায় তাদের কোন রাজনৈতিক অভিসন্ধি নেই।
❤ Support Us