- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৭, ২০২৫
ইতিহাস সৃষ্টি নেপাল–হল্যান্ড ম্যাচে, এই প্রথম তৃতীয় সুপার ওভারে ম্যাচের ফয়সালা

আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হল নতুন ইতিহাস। ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোন ম্যাচ গড়াল তিনটি সুপার ওভারে। আর সেই ঐতিহাসিক ম্যাচে নেপালকে হারিয়ে বাজিমাত হল্যান্ডের। ইতিহাস সৃষ্টিকারী এই ঘটনাটি ঘটেছে স্কটল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি ২০ সিরিজে।
প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচে টস জিতে হল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় নেপাল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫২ রান তোলে ডাচরা। বিক্রমজিৎ সিং ২৯ বলে করেন ৩০ ও তেজা নিদামানুরুর ৩৭ বলে করেন ৩৫। ১২ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন সাজিব জুলফিকার। জয়ের জন্য ১৫২ রান তাড়া করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও নেপালকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক রোহিত পৌডেল। ২৩ বলে ৩৪ রান করেন ওপেনার কুশল ভুরতাল।
৩৫ বলে ৪৮ রান করে রোহিত যখন আউট হন, নেপালের রান নেপালের রান ১৯ ওভারে ১৩৭/৮। জয়ের জন্য শেষ ওভারে ১৬ রানের প্রয়োজন ছিল। সন্দীপ লামিছানে (৩ বলে অপরাজিত ৪) ও নন্দন যাদব (৪ বলে অপরাজিত ১২) মিলে তোলেন ১৫। ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রানে থেমে যায় নেপাল। টাই হয়ে যাওয়ায় ম্যাচ সুপার ওভারে গড়ায়।
প্রথম সুপার ওভারে আগে ব্যাটিং করে ১ উইকেটে ১৯ রান তোলে নেপাল। ডাচ স্পিনার ড্যানিয়েল ডোরামকে সুপার ওভারে দুটি ছক্কা ও একটি চার মারেন নেপালের কুশল ভুরতাল। তাড়া করতে নেমে ডাচ ওপেনার মাইকেল লেভিট নেপালের পেসার করন কেসির প্রথম বলেই ছক্কা মারেন। কিন্তু পরের তিন বলে আসে মাত্র ৩ রান। শেষ দুই বলে ছক্কা ও চার মারেন ম্যাক্স ও’ডাউড। প্রথম সুপার ওভারও টাই।
দ্বিতীয় সুপার ওভারে হল্যান্ড আগে ব্যাট করে ১ উইকেটে ১৭ তোলে। রান তাড়া করতে নেমে নেপালের রোহিত পৌডেল প্রথম ৩ বলে ১১ রান তোলেন। পরের দুটি বলে কোনও রান আসেনি। কাইল ক্লেইনের শেষ বলে দীপেন্দ্র সিং ছক্কা মেরে দ্বিতীয় সুপার ওভারও টাই করেন।
এরপর ম্যাচ গড়ায় তৃতীয় সুপার ওভারে। তৃতীয় সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে নেপাল কোনও রানই করতে পারেনি। ডাচ স্পিনার জ্যাক–লায়ন ক্যাচেট প্রথম চার বলে ২ উইকেট তুলে নেন। হল্যান্ডের লেভিট ব্যাট করতে নেমে সন্দীপ লামিছানের প্রথম বলেই ছক্কা মেরে অবিশ্বাস্য ও ঐতিহাসিক জয় তুলে নেয়।
❤ Support Us