Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • মার্চ ১৫, ২০২৩

কং আমলেই ভারতের অগ্রগতির সূচনা, ইণ্ডিয়াস টিপিং পয়েণ্টে লিখলেন নরসিমহা রাওয়ের আপ্তসহায়

আরম্ভ ওয়েব ডেস্ক
কং আমলেই ভারতের অগ্রগতির সূচনা, ইণ্ডিয়াস টিপিং পয়েণ্টে লিখলেন নরসিমহা রাওয়ের আপ্তসহায়

সরকারি নিষেধাজ্ঞার ভ্রুকুটি শিল্প ও ব্যবসা- বাণিজ্যের জন্য কখনও কল্যাণকর হয় না। ব্যবসায়ী যদি মুক্ত মনে ব্যবসা করতে পারন তাহলে তিনি আরো নতুন নতুন ক্ষেত্র বিনিয়োগের ক্ষেত্র বেছে নেন। তাঁর নিজের ব্যবসা ফুলে-ফেঁপে ওঠার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হয়। মুক্ত বাজার অর্থনীতির শর্ত গুলোকে পূরণ করার জন্য ১৯৯১ সালে ভারতের ব্যবসা -বাণিজ্যকে লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করা হয়। সে সময় থেকে এখনো পর্যন্ত যাঁরা জন্মেছেন, উদারবাদী অর্থনীতির সঙ্গে বিশেষভাবে পরিচিত। কিন্তু কীভাবে শুরু হল আর্থিক উদারীকরণ ? কারা এর মূল কুশীলব? কেমন ছিল শুরুর বছর গুলো তার নিবিড় অনুসন্ধানে মনোনিবেশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের সহায়ক এস নরেন্দ্র। নিজের সদ্য প্রকাশিত গ্রন্থ ইণ্ডিয়াস টিপিং পয়েণ্ট- এ উঠে এল নয়া অর্থনৈতিক সংস্কারের পরবর্তী  সময়ের দেশের আর্থিক বাস্তবতার চিত্র।

আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী ১৯৯১ সালের পূর্বে ভারতের অর্থনীতিকে খাঁচাবন্দি বাঘের সঙ্গে তুলনা করা হত। বলা হত , এমন বাঘ যে নিজেকে জোর করে বাঁধনের মধ্যে ফেলে রেখে দিয়েছে। সে সময় ভারতের অর্থনীতিতে চলত লাইসেন্স রাজ। যা দেওয়ার অধিকার থাকত কেবলমাত্র সরকারি আমলাদের। সরকারি কর্মকর্তারা স্থির করতেন কোন শিল্প পতি ব্যবসা করতে পারবেন, কত টাকা বিনিয়োগ করবেন ইত্যাদি। প্রতিযোগিতার কোনো স্থান এতে ছিল না। অর্থনৈতিক বদ্ধদশা কাটিয়ে প্রধানমন্ত্রী নরসিমহা রাওয়ের আমলে ১৯৯১ সালের ২৪ জুলাই তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং এর ঘোষণা মধ্যে ভারতীয় অর্থনীতির নব অধ্যায় শুরু হয়। ডাঙ্কেল চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে সেজ চালু পর্যন্ত একের পর এক বিতর্কিত বিষয়কে তুলে ধরা হয়েছে বইটিতে, যা আজকের প্রজন্মের পাঠকদের ভারতীয় অর্থনীতির বিবর্তন বুঝতে সহায়ক হবে।


  • Tags:

Read by: 82 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!