- দে । শ প্রচ্ছদ রচনা বৈষয়িক
- এপ্রিল ৭, ২০২৩
জাতীয় পেনশন ব্যবস্থার পর্যালোচনায় অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন । রিপোর্ট পেশের ক্ষেত্রে সময় বেঁধে দিল না অর্থ মন্ত্রক
সরকারি কর্মীদের ক্ষেত্রে এবার জাতীয় পেনশন ব্যবস্থার পর্যালোচনায় উদ্যোগী কেন্দ্রীয় সরকার। এজন্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রক চার সদস্যের কমিটি গঠন করেছে। ওই কমিটির নেতৃত্বে রাখা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব টিভি সোমানাথনকে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, অবসরভাতা বা পেনশন সরকারি কর্মীদের জন্যে কীভাবে আরও লাভজনক করা যায়, সেই বিষয় পর্যালোচনা করে দেখবে কেন্দ্রীয় অর্থসচিবের নেতৃত্বাধীন ওই কমিটি। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন কেন্দ্রীয় পার্সোনেল ও ট্রেনিং বিভাগের সচিব, পেনশন ফান্ড রেগুলেটরি ও ডেভলপমেন্ট অথরিটির চেয়ারম্যান এবং এক্সপেনডিচার বিভাগের বিশেষ সচিব।
জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় থাকা সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার পদক্ষে্প নিতে চলেছে, গত ২৪ মার্চ লোকসভায় একথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রের খবর, এরপরই বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি দেশের অবিজেপিশাসিত কয়েকটি রাজ্যের সরকার ঘোষণা করেছে জাতীয় পেনশন ব্যবস্থার আওতায় থাকা সরকারি কর্মীদের পেনশনের ক্ষেত্রে তারা পুরনো পেনশন ব্যবস্থায় ফিরবে। এছাড়া মহারাষ্ট্রে বিজেপির জোট সরকারও একই পন্থা অবলম্বন করতে উদ্যোগী। সূত্রের খবর, পুরনো পেনশন ব্যবস্থা চালু হলে সরকারি কর্মীরা অবসরের আগে পর্যন্ত যে পরিমাণ টাকা বেতন পেয়েছেন, এর ৫০ শতাংশ টাকা পেনশন হিসেবে পাবেন। এছাড়া পুরনো ব্যবস্থা চালু হলে বর্ধিত ডিএ-এর হারের সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা পেনশন বাবদ বেশি টাকাও হাতে পাবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিংবা কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানায়নি কেন্দ্রীয় অর্থসচিবের নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি পর্যালোচনার রিপোর্ট কবে জমা দেবে। ফলে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কবে, তা আপাতত ঝুলেই রইল।
পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছে দেশের কয়েকটি রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার গঠিত পর্যালোচনা কমিটি কী অভিমত দেবে, সেজন্যে সরকারি কর্মীদের অপেক্ষা করা ছাড়া গতি নেই।
পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে, সরকারি কর্মীদের জন্যে জাতীয় পেনশন ব্যবস্থা কার্যকর করেছে দেশের মোট ২৬টি রাজ্যের সরকার। যদিও পশ্চিমবঙ্গ, তামিলনাডুর মতো রাজ্য এই ব্যবস্থায় সহমতে নয়।
❤ Support Us