Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৮, ২০২৩

আ্যাটকিনসনকে বাড়ি পাঠিয়ে ফাইনালের জন্য নাকি পছন্দের পিচ বানাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
আ্যাটকিনসনকে বাড়ি পাঠিয়ে ফাইনালের জন্য নাকি পছন্দের পিচ বানাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড

বিশ্বকাপের পিচ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। পিচ নিয়ে সমালোচনাকারীদের যতই তুলোধোনা করুন সুনীল গাভাসকার, ফাইনালেও কিন্তু পছন্দের উইকেটে খেলতে চলেছে ভারত। আর সেই সুবিধা পেতেই আইসিসি–র পিচ পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসনকে প্রভাব খাটিয়ে ফাইনালের আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিয়ে আবার নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি ‌হবে ভারত ও অস্ট্রেলিয়া। দু’‌দিন আগেই বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে পিচ পরিবর্তনের অভিযোগ উঠেছিল। ফাইনালে ভারতকে সুবিধা দিতে টিম ম্যানেজমেন্টের পছন্দের উইকেট তৈরি করা হচ্ছে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ জোরালো হয়ে উঠেছে ফাইনালের ৪৮ ঘন্টা আগে অ্যান্ডি অ্যাটকিনসনের দেশে ফিরে যাওয়ায়।

বিশ্বকাপ শুরুর আগে সব ভেন্যুই পরিদর্শন করেছিলেন অ্যাটকিনসন। কোন ভেন্যুতে কোন ম্যাচ কত নম্বর উইকেটে খেলা হবে, কিউরেটরদের তার একটা গাইড লাইনও বেঁধে দিয়েছিলেন তিনি। অভিযোগ উঠেছে, অধিকাংশ ভেন্যুতেই অ্যাটকিনসনের গাইডলাইন মানা হয়নি। বিশেষ করে ভারতের ম্যাচগুলির ক্ষেত্রে। ভারত–পাকিস্তান ম্যাচ কোন উইকেটে খেলা হয়েছে, সেই ব্যাপারেও তাঁকে সঠিক তথ্য দেওয়া হয়নি। এই নিয়ে অ্যাটকিনসন ই–মেল ও হোয়াটসআপও করেছিলেন। তাঁর সেই ই–মেল প্রকাশ্যে চলে আসে। অ্যাটকিনসনের ই–মেল ফাঁস হওয়ার পর বিতর্ক তুঙ্গে ওঠে।

ফাইনালের আগেই দেশে ফিরে গেছেন অ্যাটকিনসন। আর তাঁর দেশে ফিরে যাওয়া নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, আইসিসি–র কাছে প্রভাব খাটিয়ে অ্যাটকিনসনকে দেশে পাঠিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র থেকে জানানো হয়েছে, অ্যাটকিনসনের আর কোনও কাজ নেই। তাই তিনি দেশে ফিরে গেছেন।

বিতর্কে আরও ঘি ঢেলেছে শুক্রবারের একটা ছবি। অনুশীলনের আগে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা খুঁটিয়ে পিচ পর্যবেক্ষণ করেন। তারপর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর আশিস ভৌমিক ও তাপস চ্যাটার্জির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। অ্যাটকিনসন দেশে ফিরে যাওয়ার পর এই দুই কিউরেটরই ফাইনালের পিচ দেখাশোনার দায়িত্বে রয়েছেন। ফলে উইকেট থেকে সুবিধা নেওয়ার ব্যাপারটা সামনে এসে পড়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
error: Content is protected !!