- এই মুহূর্তে দে । শ
- জুন ১২, ২০২৪
২৪ জুন সংসদে বসছে অধিবেশন
অষ্টাদশ লোকসভা নির্বাচন সমাপ্ত। মন্ত্রীসভার শপথ গ্রহণও শেষ। আজ বুধবার এক্স হ্যান্ডেলে, লোকসভার প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু । আগামী ২৪ জুন পার্লামেন্টের প্রথম অধিবেশন বসতে চলেছে।
অধিবেশনের প্রথম তিন দিন নবনির্বাচিত নেতারা শপথ নেবেন এবং হাউস পরিচালনা করার জন্য অধ্যক্ষ বা স্পিকারকে নির্বাচন করবেন। অধিবেশন শেষ হবে আগামী ৩ জুলাই।যতক্ষণ না পর্যন্ত লোকসভায় স্পিকার মনোনীত হচ্ছে, ততদিন বিজেপির সাতবারের সাংসদ, পদ্ম শিবিরের প্রাক্তন সহ সভাপতি রাধা মোহন সিং প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করতে পারেন।এবিষয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।
২৭ জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের দুই কক্ষ অর্থাৎ রাজ্যসভা ও লোকসভার যৌথ সভায় ভাষণ দেবেন এবং আগামী পাঁচ বছরের জন্য নতুন সরকারের কর্মসূচীর রূপরেখা ঘোষণা করবেন। এই অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার বাকি সদস্যদের সঙ্গে তাঁর ক্যাবিনেটের মন্ত্রীদের পরিচয় করাবেন । রিজিজু জানিয়েছেন, ২৭ জুন রাজ্যসভার ২৬৪তম অধিবেশন বসতে চলেছে।
তবে আনুষ্ঠানিক আলাপচারিতার সত্বেও বিজেপি ও মোদি নেতৃত্বাধীন এন ডি এ যে বিরোধী জোটের কটাক্ষের শিকার হবেন তা সহজে অনুমেয় ।রাষ্ট্রপতির ভাষণের বিষয়ে প্রধানমন্ত্রী সংসদের উভয় কক্ষে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কের জবাব দেবেন। বিরোধী ইন্ডিয়া জোট শাসক এন ডি এ জোটকে গত লোকসভা নির্বাচনে নাস্তানাবুদ করে ছেড়েছে। সংসদে তাঁদের ২৩৪ জন সাংসদ উপস্থিত থাকবেন। বহুমুখি বিরোধী প্রশ্নকে কীভাবে সামলায় নরেন্দ মোদির নেতৃত্বাধীন তৃতীয় সরকার, সেটাই দেখার ।
❤ Support Us