- দে । শ
- নভেম্বর ১১, ২০২৩
কেসিআর,ওয়াইসি মোদির হাতের পুতুল। হায়দরাবাদ জুড়ে কংগ্রেসের উপহাসমূলক হোর্ডিং
শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সমাবেশের আগে কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী কেসিআর এবং ওয়েইসিকে নরেন্দ্র মোদির হাতের পুতুল বলে উপহাসমূলক হোর্ডিংয়ে ভরে দিল।
📽️ तेलंगाना की सड़कों पर झूलता सच..
Modi = KCR = Owaisi pic.twitter.com/uQAkfqX42K
— Srinivas BV (@srinivasiyc) November 11, 2023
হোর্ডিংগুলিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস-এর সভাপতি কে চন্দ্রশেখর রাও এবং মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন বা এমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসিকে পুতুল হিসাবে ব্যবহার করছেন। ঠিক বাজিকর যে ভাবে নিজের হাতে পুতুল নাচায়, ঠিক সেভাবেই মোদি কেসিআর ও ওয়াইসিকে নাচাচ্ছেন নিজের হাতে, তাঁরা ক্রীড়নকের অবস্থায় রয়েছেন।
কংগ্রেস হায়দরাবাদের মতো হাইটেক সিটি সহ সব গুরুত্বপূর্ণ জায়গায় এই পুতুল সদৃশ হোর্ডিং ঝুলিয়ে দিয়েছে। কংগ্রেস এই হোর্ডিংয়ের মাধ্যমে অভিযোগ করছেন কেসিআর এবং ওশাইসি আসলে বিজেপির হয়েই কাজ করে চলেছেন।
হায়দরাবাদের সর্বত্র শনিবার সকাল থেকে কংগ্রেসের এই হোর্ডিং শেভা পাচ্ছে, আর এদিনই সন্ধ্যায় সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে মোদির সভা।
তেলেঙ্গানায় আগামী ৩০ নভেম্বর বিধানসভা নির্বাচন। তেলেঙ্গানায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার লক্ষ্যে আশাবাদী বিআরএস। কংগ্রেসের সঙ্গে এখানে বিআরএস-এর সরাসরি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এমআইএম বিআরএস-এর সঙ্গে রাজনৈতিক ভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় চলে। তেলেঙ্গানায় ৯টি আসনে এমআইএম প্রার্থী দিয়েছে, বাকি সবকটি আসনে বিআরএসকে সমর্থন করছে এমআইএম।
❤ Support Us