Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ১৯, ২০২৩

“এক ভারত, শ্রেষ্ঠ ভারত”, এই ভাবনায় সেজে উঠেছে নতুন সংসদ ভবন

আরম্ভ ওয়েব ডেস্ক
“এক ভারত, শ্রেষ্ঠ ভারত”, এই ভাবনায় সেজে উঠেছে নতুন সংসদ ভবন

হিন্দু পুরান ও ভাবনা এবং হিন্দু বাস্তুতন্ত্রকে নির্ভর করে নতুন সংসদ ভবনকে সাজিয়ে তুলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নির্দেশিত কেন্দ্রের সরকার। ২০২০ সালের ১০ ডিসেম্বর মাসে যখন দেশ পুরোপুরি করোনা মুক্ত হয়নি, সেই সময় নতুন  সংসদ ভবনের ভূমিপূজা এবং শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকে টানা প্রায় আড়াই বছর ধরে ভবন নির্মাণের কাজ হয়েছে । ২০২৩ সালের ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়েছিল। উদ্বোধনের আগে ভবনের মাটি ছুঁয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছিলেন মোদি। আজ, ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার, গণেশ পুজোর দিন সেই সংসদ ভবনেই প্রবেশ করতে চলেছেন সাংসদেরা। বেলা দেড়টা থেকে নতুন ভবনে শুরু হতে চলেছে সংসদের বিশেষ অধিবেশন।

মঙ্গলবার সকাল থেকেই নতুন ভবনে প্রবেশকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। নতুন সংসদ ভবনে প্রবেশের আগে পুরনো সংসদ ভবনের সামনে ‘ফটোসেশন’ করেন সাংসদরা। যার মধ্যমণি হয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। ঠিক হয়েছে, পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে সংবিধান নিয়ে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। নতুন সংসদ ভবনের নাম কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দিয়েছে “পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া”। “ভারত” নয়, কেন ‘ইন্ডিয়া” হল :ভারত” হল না সেই ব্যাখ্যা অবশ্য কেন্দ্রের কাছে কেউ চাননি কেন্দ্রও দেয়নি।

মোট ছ’টি প্রবেশদ্বার রয়েছে  নতুন সংসদ ভবনে। আর সেই ছয়টি দ্বারে প্রহরারত অবস্থায় রয়েছে ছয় ‘বিশেষ’ রক্ষী। সেই রক্ষীদের কয়েকটি বাস্তবের, কয়েকটি পৌরাণিক কাহিনি অবলম্বনে প্রাণীর মূর্তি। প্রত্যেকটি মূর্তি সংসদের বিভিন্ন দিক নির্দেশ করছে।

এই ছ’টি প্রবেশদ্বার হল— গজ দ্বার, অশ্ব দ্বার, গরুড় দ্বার, মকর দ্বার, শার্দুল দ্বার এবং হংস দ্বার। প্রতিটি দরজায় একটি করে প্রাণীর ভাস্কর্য রয়েছে নামের সঙ্গে মিলিয়ে। গজ দ্বারের নামকরণ করা হয়েছে হাতির নামে, যা বুদ্ধি, স্মৃতি, সম্পদ এবং প্রজ্ঞার প্রতিনিধিত্ব করে। এই দরজাটি ভবনের উত্তর দিকে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, উত্তর দিক বুধের সঙ্গে যুক্ত এবং বুদ্ধির উৎস বলে। ঘোড়ার নামানুসারে অশ্ব দ্বার নামকরণ করা হয়েছে। শক্তি এবং সাহসের প্রতীক ঘোড়া। নতুন সংসদ ভবনের তৃতীয় প্রবেশদ্বারের নাম রাখা হয়েছে গরুড় দ্বার। এটি সংসদ ভবনের পূর্ব দিকের প্রবেশদ্বার। পৌরানিক মতে গরুড় পক্ষীরাজ। গরুড়কে বিষ্ণুর বাহন বলে মনে করা হয়। গরুড়কে ধর্ম এবং কর্তব্যের প্রতীক বলে মনে করা হয়। মকর দ্বার নতুন সংসদ ভবনের চতুর্থ দ্বার। কিংবদন্তি সামুদ্রিক প্রাণীর নামে এই দ্বারের নামকরণ করা হয়েছে, যা বিভিন্ন প্রাণীর সংমিশ্রণ। পঞ্চম দরজার নাম শার্দুল দ্বার। যা আর একটি পৌরাণিক প্রাণীর নামানুসারে তৈরি হয়েছে। শার্দুলের শরীর সিংহের, কিন্তু মাথা ঘোড়া, হাতি বা তোতাপাখির। সরকারি সূত্রে খবর, নতুন সংসদ ভবনের গেটে শার্দুলের উপস্থিতি দেশের জনগণের শক্তির প্রতীক। হংস দ্বার সংসদের ষষ্ঠ এবং অন্তিম দ্বার। রাজহাঁসের নামে নামকরণ করা হয়েছে এই দ্বারের। পুরাণ অনুযায়ী, হংস হল জ্ঞানের দেবী সরস্বতীর বাহন। মনে করা হয় হংস মোক্ষ, আত্ম-উপলব্ধি এবং প্রজ্ঞার প্রতীক।

এই ছ’টি দ্বার ছাড়াও ঢেলে সাজানো হয়েছে সংসদ ভবনের অন্দরমহল। দেশের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উপকরণ নিয়ে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। নাগপুরের সেগুনকাঠ থেকে শুরু করে উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে আনা কার্পেট, কী নেই সেখানে! নতুন সংসদ ভবন নির্মাণে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের নামীদামি শিল্পকর্মের ব্যবহার করা হয়েছে। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ধারণাকে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে সরকারি সূত্রে খবর। রাজস্থানের সরমথুরা থেকে লাল এবং সাদা বেলেপাথর এনে তৈরি হয়েছে সংসদ ভবনের একাংশ। লাল কেল্লা এবং হুমায়ুনের সমাধি তৈরিতে ব্যবহৃত বেলেপাথরও সরমথুরা থেকেই আনা। ভবনটিতে ব্যবহৃত সেগুনকাঠ আনা হয়েছে মহারাষ্ট্রের নাগপুর থেকে। সংসদের গালিচাগুলি উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে আনানো হয়েছে। নতুন সংসদ ভবন তৈরিতে ব্যবহৃত কেশরিয়া সবুজ মার্বেল পাথর উদয়পুর, লাল গ্রানাইট পাথর অজমেরের লাখা এবং সাদা মার্বেল পাথর রাজস্থানের আমবাজি থেকে আনা। ভবনের ভিতরে থাকা সমস্ত আসবাবপত্র তৈরি হয়েছে বাণিজ্যনগরী মুম্বইতে। নতুন সংসদ ভবনের উচ্চ এবং নিম্নকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা-এর ‘ফলস সিলিং’ তৈরিতে ব্যবহৃত ইস্পাতের কাঠামো কেন্দ্রশাসিত অঞ্চল দমন এবং দিউ থেকে আনানো।

ভবনের পাথরের জাফরির কাজগুলি রাজস্থানের রাজনগর এবং উত্তরপ্রদেশের নয়ডা থেকে আনানো হয়েছিল। নতুন সংসদ ভবনে থাকা অশোকস্তম্ভে ব্যবহৃত উপকরণগুলি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এবং রাজস্থানের জয়পুর থেকে আমদানি করা। লোকসভা, রাজ্যসভার বিশাল দেওয়াল এবং সংসদ ভবনের বাইরে থাকা অশোকচক্র মধ্যপ্রদেশের ইনদওরে তৈরি করা। ভবনের অন্দরে ব্যবহৃত পাথরের খোদাইয়ের কাজ করেছেন রাজস্থানের আবু রোড এবং উদয়পুরের ভাস্কররা। নতুন সংসদ ভবন তৈরিতে ব্যবহৃত অনেক পাথর রাজস্থানের কোতপুতালি থেকেও আনা হয়েছিল। নতুন সংসদ ভবন নির্মাণের জন্য বালি (যা কালো বালি বা এম-বালি নামেও পরিচিত) আনা হয়েছে হরিয়ানার চরখি দাদরি থেকে। নির্মাণে ব্যবহৃত ইট হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে আনানো হয়েছিল। সংসদে ভবনের পিতলের কারুকার্যের জন্য ব্যবহৃত পিতল আনা হয়েছে গুজরাতের আমদাবাদ থেকে।

নতুন লোকসভা হলে মোট আসনের সংখ্যা ৮৮৮। নতুন সংসদের নিম্নকক্ষের নকশা ভারতের জাতীয় পাখি ময়ূরের থিমের উপর তৈরি করা হয়েছে। উচ্চকক্ষ রাজ্যসভার অন্দরের নকশা তৈরি হয়েছে জাতীয় ফুল পদ্মের থিমে। রাজ্যসভা হলের মোট আসনসংখ্যা ৩৮৪টি। নতুন সংসদ ভবনে স্পিকারের আসনের পাশে পাকাপাকি ভাবে স্থান পেতে চলেছে স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’। বিশেষ বিশেষ অনুষ্ঠানে সেটিকে স্পিকারের চেয়ারের সামনে রাখা হবে। তবে এই সেঙ্গল নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রের শাসকদলের তরফে দাবি করা হচ্ছে, ব্রিটিশরা ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে সেঙ্গল তুলে দিয়েছিল জওহরলাল নেহরুর হাতে। প্রাচীন চোল সাম্রাজ্যের রীতি অনুসারে গোপালাচারীর অনুপস্থিতিতেই লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ১৪ অগস্ট এই স্মারক তুলে দেন নেহরুর হাতে। যদিও কংগ্রেসের তরফে ‘মিথ্যা এবং‌ আজগুবি’ বলে বিজেপির এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের তরফে বলা হয়েছে, সেঙ্গলের বিষয়ে কোনও প্রামাণ্য নথি নেই। তবে ধর্মনিরপেক্ষ ভারতের সংসদ কেন হিন্দু পুরান এবং সংস্কার মেনে তৈরী হবে? কেন গণেশ পুজোর দিন নতুন সংসদের যাত্রা শুরু হবে তা নিয়ে বামপন্থী সাংসদরা প্রশ্ন তুলেছেন, তবে অনুষ্ঠান বয়কট করেননি।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!