Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুলাই ১১, ২০২২

সরকারি আইনজীবীর তথ্য, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার আগে বার কয়েক রেইকি হাফিজুলের ।

আরম্ভ ওয়েব ডেস্ক
সরকারি আইনজীবীর তথ্য, মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার আগে বার কয়েক রেইকি হাফিজুলের ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চারপাশে বারকয়েক ঘুরে দেখেছে ধৃত হাফিজুল মোল্লা । সোমবার আদালতকে এই তথ্য পেশ করেছেন সরকারি আইনজীবী। আদালত ধৃত ব্যক্তিকে ১৮ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে । তার বিরুদ্ধে ষড়যন্ত্র আর তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে । ২ জুলাই মুখ্যমন্ত্রীর বাড়িতে সে ঢুকে পড়ে । এর আগে আরও কয়েকবার এলাকার রেইকি করেছিল এবং চকলেট, কোল্ডড্রিংঙ্কস খাইয়ে পাড়ার বাচ্ছাদের হাত করার চেষ্টা করেছে ।

পুলিস তার কাছ থেকে ১১টি সিম কার্ড উদ্ধার করেছে । বিভিন্ন কার্ড ব্যবহার করে বিহার ও ঝাড়খণ্ডে ফোন করত। মুখ্যমন্ত্রীর বাড়ির বেশ কিছু ছবিও সে মুঠোফোনে তুলেছে । এসব কোথায় পাঠিয়েছে, তা এখনও জানা যায়নি। গত দুর্গাপুজোর সময় নদী সাঁতরে বাংলাদেশে চলে যায় এবং দিন কয়েক পরে ফিরে আসে। হঠাৎ প্রতিবেশি দেশে কেন, অনুপ্রবেশ করেছিল তা জানা যায় নি । গোয়েন্দাদের অনুমান, বড়োসড়ো উদ্দেশ্য নিয়েই সে মুখ্যমন্ত্রীর বাড়ি ঢুকেছিল ।

হাফিজুলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে। বয়স বেশি নয় । তার পরিবারের দাবি, মানসিক ভাবে সে ভারসাম্যহীন । মুখ্যমন্ত্রীর বাড়িতে কোনও অচেনা ব্যক্তির অনুপ্রবেশ এই প্রথম । কীভাবে নিরাপত্তার ঘোরটোপ পেরিয়ে পাঁচিল টপকে ঢুকে পড়ল এবং রাতে ঘাপটি মেরে বসে থাকল, সে এক আশ্চর্য্য ঘটনা । তাহলে কি নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল? নাকি, তার অনুপ্রবেশ ঘটিয়ে বাইরের কোনও শক্তি অঘটন ঘটানোর ষড়যন্ত্র ছক কষেছিল ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!