শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
২২ বছর আগে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলোঅন করেও টেস্ট জিতেছিল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ইডেন টেস্টের সেই স্মৃতি ফিরিয়ে নিয়ে এল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ফলোঅনের মুখে পড়েও নাটকীয়ভাবে ১ রানে টেস্ট জিতল টিম সাউদির দল। একই সঙ্গে ২ টেস্টের সিরিজ ১–১ অমীমাংশিত রাখতে সক্ষম হল। এই নিয়ে চতুর্থবার ফলো অনে বাধ্য হয়ে কোনও দল টেস্ট জিতল। ১ রানে টেস্ট জয় এই নিয়ে দ্বিতীয়বার। ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তারপরেই রইল ওয়েলিংটন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের এদিনের জয়।
২০০১ সালে ইডেন টেস্টে অস্ট্রেলিয়া ফলো অন করিয়েছিল ভারতকে। সেই টেস্ট ভারত জেতে ১৭১ রানে। ১৮৯৪ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলোঅনে বাধ্য হয়ে ১০ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ইংল্যান্ড। ১৯৮১ সালে লিডসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অস্ট্রেলিয়া ফলোঅন করিয়েছিল ইংল্যান্ডকে, সেবার ইংল্যান্ড জিতেছিল ১৮ রানে। ফলে এই নিয়ে চতুর্থবার ফলোঅনে বাধ্য হয়ে কোনও দল টেস্ট জিতল।
টস জিতে এই টেস্টে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যান্ড। ৮ উইকেটে ৪৩৫ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করেছিল ইংল্যান্ড। হ্যারি ব্রুকস করেন ১৮৬। জো রুট ১৫৩ রানে অপরাজিত ছিলেন। ব্যাট করতে নেমে চরম বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। ২০৯ রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। অধিনায়ক টিম সাউদির ৪৯ বলে ঝোড়ো ৭৩ রানের ইনিংস নিউজিল্যান্ডকে ২০০ রানের গণ্ডি পার করে দিয়েছিল। ২২৪ রানে এগিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ডকে ফলোঅন করায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড তোলে ৪৮৩ রান। কেন উইলিয়ামসন করেন ১৩২। টম ব্লান্ডেল করেন ৯০। এছাড়াও ভাল রান পান টম লাথাম (৮৩) এবং ডেভন কনওয়ে (৬১)। ড্যারিল মিচেল করেন ৫৪।
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২৫৮ রান। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড তুলেছিল ১ উইকেটে ৪৮। পঞ্চম দিন সকালে চরম ব্যাটিং বিপর্যয় পরে ইংল্যান্ড। একসময় ৮০ রানে ৫ উইকেট হারায়। এরপর রুখে দাঁড়ান জো রুট ও বেন স্টোকস। এই দুজনেই ইংল্যান্ডকে ২০০ রানের গণ্ডি পার করে দেন। বেন স্টোকস ৩৩ রান করে আউট হন। তার পরপরই ফিরে যান জো রুট তিনি করেন ৯৫ রান। এরপর ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বেন ফোকস (৩৫)। টিম সাউদি তাঁকে তুলে নেন। ইংল্যান্ডের রান তখন ২৫১। জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান, হাতে ১ উইকেট। ২৫৬ রানের মাথায় জেমস অ্যান্ডারসনকে (৪) তুলে নিয়ে নিউজিল্যান্ডকে নাটকীয় জয় এনে দেন নেল ওয়াগনার। ৬২ রানে তিনি নেন ৪ উইকেট। টিম সাউদি ৪৫ রানে ৩টি এবং ম্যাট হেনরি ৭৫ রানে ২ উইকেট নেন।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34