- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১৯, ২০২৪
শাহিন, রিজওয়ানের লড়াই কাজে এল না, টানা ৪ ম্যাচে হার পাকিস্তানের
যতই হোক অধিনায়ক, সহ–অধিনায়ক বলে কথা। বাড়তি দায়িত্ব তো নিতেই হবে। দায়িত্ব নিয়ে দুরন্ত খেলেও দলকে জয় এনে দিতে পারলেন না শাহিন আফ্রিদি ও মহম্মদ রিজওয়ান। নিউজিল্যান্ডের কাছে চতুর্থ টি২০ ম্যাচেও হার পাকিস্তানের। চতুর্থ ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজে ৪–০ ব্যবধানে এগিয়ে গেল কিউয়িরা। পাকিস্তানের সামনে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা।
প্রথম ৩ মাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া। বাকি দুটি ম্যাচ পাকিস্তানের কাছে ছিল সম্মান বাঁচানোর। এদিনও জ্বলে উঠতে ব্যর্থ পাকিস্তান। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব (১) এই ম্যাচেও ব্যর্থ। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করা বাবর আজম ১৯ রান করে আউট হন। মহম্মদ রিজওয়ান একপ্রান্ত ধরে রাখলেও অন্যরা সঙ্গ দিতে পারেননি। মিডল অর্ডারে ফখর জামান (৯), সাহিবদাজা ফারহান (১), ইফতিখার আমেদরা (১০) ব্যর্থ। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৩ বলে ৯০ রান করে রিজওয়ান। মারেন ৬টি ৪ ও ২টি ৬। ৯ বলে ২১ রান করে অপরাজিত থেকেন মহম্মদ নওয়াজ। ২০ ওভারে পাকিস্তান তোলে ১৫৮/৫।
শাহিন আফ্রিদি যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল পাকিস্তান হয়তো ম্যাচ জিতেই মাঠ ছাড়বে। ইনিংসের চতুর্থ বলেই আগের ম্যাচে সেঞ্চুরি করা ফিন অ্যালেনকে (৮) তুলে নেন শাহিন। একবল পর ফেরান টিম সেইফার্টকেও (০)। তৃতীয় ওভারে উইল ইয়াংকেও (৪) তুলে নিলে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন শাহিন আফ্রিদি। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
এরপর নিউজিল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মহম্মদ নওয়াজের বলে দু’দুবার জীবন পেয়ে ৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন মিচেল। ৫২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। তিনিও একবার জীবন পান। ১৮.১ ওভারে ১৫৯/৩ তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
প্রথম ৩ মাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া। বাকি দুটি ম্যাচ পাকিস্তানের কাছে ছিল সম্মান বাঁচানোর। এদিনও জ্বলে উঠতে ব্যর্থ পাকিস্তান। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ওপেনার সাইম আয়ুব (১) এই ম্যাচেও ব্যর্থ। টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করা বাবর আজম ১৯ রান করে আউট হন। মহম্মদ রিজওয়ান একপ্রান্ত ধরে রাখলেও অন্যরা সঙ্গ দিতে পারেননি। মিডল অর্ডারে ফখর জামান (৯), সাহিবদাজা ফারহান (১), ইফতিখার আমেদরা (১০) ব্যর্থ। ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৬৩ বলে ৯০ রান করে রিজওয়ান। মারেন ৬টি ৪ ও ২টি ৬। ৯ বলে ২১ রান করে অপরাজিত থেকেন মহম্মদ নওয়াজ। ২০ ওভারে পাকিস্তান তোলে ১৫৮/৫।
শাহিন আফ্রিদি যেভাবে শুরু করেছিলেন, মনে হচ্ছিল পাকিস্তান হয়তো ম্যাচ জিতেই মাঠ ছাড়বে। ইনিংসের চতুর্থ বলেই আগের ম্যাচে সেঞ্চুরি করা ফিন অ্যালেনকে (৮) তুলে নেন শাহিন। একবল পর ফেরান টিম সেইফার্টকেও (০)। তৃতীয় ওভারে উইল ইয়াংকেও (৪) তুলে নিলে নিউজিল্যান্ডকে চাপে ফেলে দেন শাহিন আফ্রিদি। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।
এরপর নিউজিল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। মহম্মদ নওয়াজের বলে দু’দুবার জীবন পেয়ে ৪৪ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয় এনে দেন মিচেল। ৫২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন গ্লেন ফিলিপস। তিনিও একবার জীবন পান। ১৮.১ ওভারে ১৫৯/৩ তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
❤ Support Us