Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১৯, ২০২২

উদ্বোধনের আগেই ১৩ কোটির সেতুর সলিল সমাধি বিহারে

আরম্ভ ওয়েব ডেস্ক
উদ্বোধনের আগেই ১৩ কোটির সেতুর সলিল সমাধি বিহারে

দেশে আবারও এক সেতু ভেঙ্গে পড়ার দুর্ঘটনা। দু’মাসের মাথায় আবার একটি সেতু ভেঙ্গে পড়ার ঘটনার সাক্ষী হল দেশবাসী।

সোমবার বেগুসরাইয়ে মুড়ি গণ্ডক নদীর ওপর নির্মিত সেতুটির ভেঙ্গে পড়েছে।  মাঝখান থেকে খানিকটা অংশ  ভেঙ্গে পড়েছে সেতুটির । ফলে দুটি ভাগে ভাগ হয়ে গেছে সেতুটি। সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে পাঁচ বছর আগে। সেতুটি নির্মান হয়েছিল মুখ্যমন্ত্রী ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যাণ্ড রুরাল ডেভেলপমেন্ট স্কিমের অধীনে। । নির্মাণে খরচ হয় প্রায় ১৩ কোটি টাকা। খুব শীঘ্রই উদ্বোধন হওয়ার কথা ছিল সেতুটির।
সাধারণ মানুষের কাছ থেকে জানা যাচ্ছে যে এই সেতু সাধারণত ব্যবহার করা হত না। তবে জেলা আধিকারিক রোশান কুশাওয়ারার অনুমান যে সেতুটি আনুষ্ঠানিকভাবে চালু না হলেও বহু মানুষ এটা ব্যবহার করত। গত কয়েকদিন ধরেই এই ২০৩ মিটার দীর্ঘ সেতুতে ফাটল দেখা দিচ্ছিল। তাই সেতু ভঙ্গের প্রকৃত কারণ কী তা প্রকৃত তদন্ত না হলে বোঝা মুশকিল।

প্রসঙ্গত অক্টোবরে ভেঙ্গে পড়েছিল গুজরাতের মোরবি সেতু। যেখানে মৃত্যু হয়য় প্রায় ১৩০ জন মানুষের। কিন্তু এই সেতু ভেঙ্গে পড়াতে মৃত্যু কারোর হয়নি। প্রশাসনিক আধিকারিকদের কেউ কেউ বলছেন যে, এই সেতু ভেঙ্গে পড়ার জন্য ক্ষতি হল প্রায় কুড়ি হাজার সাধারণ মানুষের। যাদের সেতু নির্মাণের জন্য এখান থেকে দূরে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল। ছাত্রছাত্রী, সাধারণ কৃষক,চিকিৎসার সাথে যুক্ত মানুষ প্রত্যেকেই এই সেতুর ধসে পড়ার জন্য ক্ষতিগ্রস্ত হলেন।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!