- এই মুহূর্তে দে । শ
- জুন ৬, ২০২৪
বিমানবন্দরে ‘হেনস্থা’র শিকার কঙ্গনা, সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে উঠল চড় মারার অভিযোগ

সদ্য নির্বাচিত সাংসদ তিনি। কোথায় অভিনন্দনের স্রোতে ভাসবেন, কিন্তু তা আর হল কই! শেষে কিনা হেনস্থা হতে হল নব নির্বাচিত সাংসদকেই !
তিনি কঙ্গনা রানাওয়াত। বলিউড অভিনেত্রী কঙ্গনা এখন হিমাচলের মান্ডির নতুন সাংসদ। তাঁকেই কিনা চড় মেরে বসলেন এক মহিলা জওয়ান !
According to reports, A CISF woman constable slapped Kangana Ranaut inside Chandigarh Airport. Hope CISF clarifies the reason for the altercation. pic.twitter.com/DBIIBbcMes
— Mohammed Zubair (@zoo_bear) June 6, 2024
VIDEO | A video from inside the Chandigarh Airport shows the CISF woman constable, who allegedly slapped BJP MP Kangana Ranaut earlier today. She can be heard accusing Ranaut of speaking against the farmers’ protest.
(Source: Third Party) pic.twitter.com/VEWpXubu5x
— Press Trust of India (@PTI_News) June 6, 2024
বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে ফ্লাইট ধরতে এসেছিলেন কঙ্গনা। তখনই তাঁর সাথে এক মহিলা সি আই এস এফ জওয়ান তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন । অশান্তির এক পর্বে মান্ডির সাংসদকে চড় মারেন তিনি, উল্টে কঙ্গনাও তাঁকে পাল্টা চড় মারেন ।
ঠিক কি নিয়ে নিয়ে অশান্তির সূচনা তা নিয়ে অবশ্য সংশয় আছে। আজ থেকে তিন বছর আগে দিল্লিতে ঘটা আন্দোলনরত কৃষকদের ‘খালিস্তানি’ বলে আক্রমণ করেছিলেন কঙ্গনা। যার জেরে সমগ্র পাঞ্জাবে ব্যাপক সমালোচিত হন তিনি।পুলিশে এফ আই আর থেকে শুরু করে নানাবিধ আইনি জটিলতা, গাড়ি আটকে ভাঙচুর এরকম অনেক ঘটনার সম্মুখীন হন তিনি।ওই বিতর্কিত মন্তব্যের পর শিখ সম্প্রদায়ের একাংশ তাঁর ওপর বেজায় চটে যান। জানা গেছে ওই জওয়ান মহিলা জওয়ানের নাম কুলবিন্দর কাউর পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ।সম্ভবত অভিনেত্রীকে এত কাছে পেয়ে নিজের ক্ষোভ দমন করতে পারেননি তিনি। তারই প্রতিবাদে এমন করেছেন তিনি বলে মনে করা হচ্ছে। এই ঘটনা উল্লেখ করে বৃহস্পতিবার বিকেলে সমাজমাধ্যমে ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে। ছবিতে সেই সি আই এস এফ মহিলা জওয়ানকে উত্তেজিত অবস্থায় দেখা যাচ্ছে(যদিও সে ছবি ও পোস্ট যাচাই করেনি ‘আরম্ভ ডিজিটাল।’)। তার আগেই তাঁর এমন ‘হেনস্থা’য় রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে । তবে বিজেপি সাংসদকে চড় মারার অভিযোগে আটক হয়েছেন ওই জওয়ান । তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। কঙ্গনা তাঁর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন বলে জানা গেছে।
Shocking rise in terror and violence in Punjab…. pic.twitter.com/7aefpp4blQ
— Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) June 6, 2024
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কঙ্গনা তাঁর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন,’আমি বিমানবন্দরে সিকিউরিটি চেকিং করছিলাম। তখনই ওই জওয়ান এসে আমাকে আচমকা আঘাত করে। যখন আমি জিজ্ঞাসা করি, কেন উনি এমন করলেন , তার উত্তরে তিনি বলেন , দিল্লিতে চলা কৃষক বিদ্রোহকে আমি সমর্থন করি। । আমি বর্তমানে নিরাপদে আছি। কিন্তু পাঞ্জাবের ক্রমবর্ধমান সন্ত্রাস পরিস্থিতি এবং তার মোকাবিলা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। ‘
প্রথমবার রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করেছেন কঙ্গনা। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে জিতে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন তিনি। এমন অবস্থায় তাঁর সাথে এই ঘটনায় যারপরনাই চমৎকৃত রাজনৈতিক মহল।
কঙ্গনা মহিলা সিআইএসএফ কনস্টেবল কিলভিন্দর কৌরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন গতকালই। আজ ওই সেনা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
❤ Support Us