Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ২৫, ২০২৩

‌সাতপাকে বাঁধা পড়লেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সাতপাকে বাঁধা পড়লেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা

যাবতীয় প্রতিক্ষার অবসান। অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। রবিবার রাতে রাজস্তানের উদয়পুরের লীলা প্যালেস হোটেলে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান ছাড়াও মুম্বই জগতের অনেক সেলিব্রিটি বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন। লস অ্যাঞ্জেলেস থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। পরে গায়েহলুদ, সঙ্গীত ও মেহেন্দি। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার বিয়ের সঙ্গীতানুষ্ঠানে পারফর্ম করেন গায়ক নবরাজ হংস। অনুষ্ঠানে ৯০–এর দশকের থিম ছিল। আমন্ত্রিত অতিথিদের জন্য উপহার হিসেবে ছিল গানের ক্যাসেট, যার প্লে–লিস্ট তৈরি করেছেন স্বয়ং পরিণীতি চোপড়া। বিয়ে উপলক্ষ্যে গত সপ্তাহে দিল্লিতে একটি আরদাস এবং একটি সুফি রাত অনুষ্ঠিত হয়েছিল। গত মে মাসে পরিণীতি ও রাঘবের বাগদান হয়েছিল।
রাঘব চাড্ডার পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মান, শিবসেনা নেতা আদিত্য ঠাকরের মতো রাজনৈতিক নেতারা। এছাড়া রাঘবের আপ সহকর্মীরাও ছিলেন। পরিণীতি চোপড়ার ঘনিষ্ঠ বন্ধু সানিয়া মির্জা, কনের পোশাক ডিজাইন করা মনীশ মালহোত্রার তারকারা বিয়েতে উপস্থিত ছিলেন। করণ জোহরের বিয়ের অনুষ্ঠানে আসার কথা ছিল। কিন্তু পারিবারিক কারণে শেষ পর্যন্ত যেতে পারেননি।
পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা উদয়পুরের বিয়ের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে পরিণীতি চোপড়া একটা ব্লাশ লেহেঙ্গা এবং রাঘব চাড্ডা ক্রিম শেরওয়ানি পরেছেন। পরিণীতি চোপড়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‌প্রাতঃরাশের টেবিলে প্রথম আড্ডা থেকেই আমাদের হৃদয় দেওয়া–নেওয়া। দীর্ঘদিন ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে মিস্টার এবং মিসেস হতে পেরে ধন্য।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!