Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২৩, ২০২৩

বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মহাজোট, পটনায় বৈঠক শেষে বার্তা ১৫ দলের । ১২ জুলাই শিমলায়, খাড়গের নেতৃত্বে ঠিক হবে পরবর্তী কর্মসূচি

আরম্ভ ওয়েব ডেস্ক
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মহাজোট, পটনায় বৈঠক শেষে বার্তা ১৫ দলের । ১২ জুলাই শিমলায়, খাড়গের নেতৃত্বে ঠিক হবে পরবর্তী কর্মসূচি

“আমরা ঐক্যবদ্ধ। এক সঙ্গে লড়ব। বিজেপির কালা কানুনের বিরুদ্ধে লড়ব।” রাহুল-মমতা-নীতিশ-ইয়েচুরি-ঠাকরে-অখিলেশ সহ ১৫টি অবিজেপি দলের শীর্ষ নেতৃত্ব, যাঁরা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ছড়িয়ে আছেন, তাঁরা ঐক্যমত্যে পৌছতে পারলেন ২০২৪ -এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে দেশজুড়ে বিজেপি বিরোধী জোটের পাটনার প্রথম বৈঠকে। পরবর্তী এজেন্ডা স্থির করতে আগামী ১২ জুলাই শিমলায় আবার এই বিজেপি বিরোধী গ্রান্ড মিট হবে। কেননা এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের “একের বিরুদ্ধে এক”, প্রার্থী দেওয়ার বিষয়টি এদিনের বৈঠকে যে গুরুত্ব পায়নি তা স্পষ্ট হল নীতিশ কুমার ও মল্লিকার্জুন খাড়গের বক্তব্যে। এই দুই নেতা এবং রাহুল গান্ধি তাঁদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে জানান, ” আমরা আলাদা আলাদা দলে বিশ্বাস করি। তাই কে, কোথায়, কি ভাবে লড়ব সেটা রাজ্যের সাপেক্ষে ঠিক করা হবে। তবে আমরা সহমত হয়েছি একটা প্রশ্নে যে আমরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ২০২৪ -এর লোকসভা নির্বাচনে লড়ব। এই লড়াই দেশ বাঁচানোর স্বার্থে।”
প্রায় চার ঘণ্টা ধরে বিজেপি বিরোধী এই হাই ভোল্টেজ বৈঠক হয় পাটনায় নীতিশ কুমারের বাসভবনে। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে নীতিশ কুমার বলেন, “বৈঠক ভালোই হয়েছে। আমরা বিজেপির বিরুদ্ধে একসাথে চলতে সম্মত হয়েছি। কে, কেথায়, কি ভাবে লড়বে তা পরে ঠিক হবে। ভালো বৈঠক হয়েছে। বিজেপি দেশের স্বার্থে কাজ করছে না।”

নীতিশ কুমার তাঁর কথায় বুঝিয়ে দেন, “শুক্রবার পাটনার বৈঠকে এক হয়ে লড়ার বিষয়ে সহমত হওয়া গেছে। তবে কোন কোন কর্মসূচিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধ যৌথ লড়াইয়ে আমরা নামবো সেটা ঠিক করতে কংগ্রসে সভাপতি মল্লিকার্জুন খাড়গে ১২ জুলাই শিমলায় বৈঠক ডেকেছেন। সেখানেই বিরোধী জোটের কর্মসূচি ঠিক হবে।”

এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠক শেষে বলেন, “কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত রাজ্যের নেতৃত্ব এক হয়ে আজ বৈঠক হল। এটা ঠিক তেমন ঘটনা যে ভাবে রাহুল গান্ধির ‘ভারত জোড়’ কর্মসূচি দেশকে এক করেছিল। আমরা আলাদা আলাদা দলে বিশ্বাস করি। কিন্তু আমরা ঠিক করেছি ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ব। তাই তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, কেরল সহ বিভিন্ন রাজ্যে আমরা কি ভাবে বিজেপির বিরুদ্ধে লড়ব তার স্ট্র্যাটেজি ঠিক করতে আগামী ১২ জুলাই আমরা আবার মিলিত হব শিমলাতে। সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে মূলত আলোচনা করা হবে।”

মল্লিকার্জুন খাড়গের পর রাহুল গান্ধি বলেন, “বিজেপি,আরএসএস ভারতাত্মার মূলে আঘাত হেনেছে। ভারত নামক প্রতিষ্ঠানে আঘাত হেনেছে। আমরা ঠিক আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও বিজেপির বিরুদ্ধে আমরা একসাথে লড়ব।তবে বিরোধী ঐক্যের যে পদ্ধতি আছে, তাকে মান্যতা দিয়েই এই ঐক্য হবে।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বিজেপি বিরোধী ঐক্যকে মজবুত করার বার্তা দিয়ে বলেন, “দিল্লির বৈঠক ফলপ্রসূ হয় না। তাই আমি বিহারে বৈঠক ডাকতে নীতিশজিকে বলি। তিনটি জিনিস বৈঠকে ঠিক হয়েছে। প্রথমত আমরা ঐক্যবদ্ধ, দ্বিতীয়ত আমরা একসঙ্গে লড়ব, তৃতীয়ত বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমরা লড়ব।
আমরা বিরোধী নই। দেশের নাগরিক আমরা। আমরা দেশপ্রেমিক। তাই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব।”
মেহেবুবা মুফতি বলেন, “বিজেপির প্রথম আক্রমণ কাশ্মীরের উপর নেমে আসে। আমরা এই আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ার শপথ নিয়েছি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পাটনা থেকে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কি করে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে সেই বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি বলেন, পশ্চিমবঙ্গে একটা নির্বাচিত সরকারের পাশাপাশি রাজভবন থেকে একটা সরকার চলছে। পশ্চিমবঙ্গ সরকার জানছে না অথচ পশ্চিমবঙ্গ দিবস পালন হয়ে গেল। বিজেপির মতো স্বৈরাচারী, আক্রমণাত্মক এই সরকারের পতন ঘটাতে না পারলে ২০২৪ এ যদি বিজেপি আবার ক্ষমতায় আসে তাহলে ২০২৪ পরবর্তী লোকসভা নির্বাচনই আর দেশে হবে না।

বৈঠকে শরদ পাওয়ার, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, এম কে স্ট্যালিন, মেহেবুবা মুফতি, ওমর আবদুল্লা, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিং মান, টিআর বালু, উদ্ধব ঠাকরে, দীপঙ্কর ভট্টাচার্য সহ ১৫টি দলের প্রতিনিধি ও ৬টি রাজ্যের মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!