- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ৯, ২০২৩
পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিলেন নেইমার, বড় জয় ব্রাজিলের

ব্রাজিলের জার্সি গায়ে শেষ খেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। ৯ মাস পর দেশের হয়ে খেলতে নেমেই রেকর্ড গড়লেন নেইমার জুনিয়র। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেলেন। ভেঙে দিলেন কিংবদন্তী পেলের রেকর্ড। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বলিভিয়াকে ৫–১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ২টি গোল করেছেন নেইমার।
৭৫ গোল নিয়ে গত বছর কাতার বিশ্বকাপ অভিযানে নেমেছিলেন নেইমার। গ্রুপ লিগের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি–কোয়ার্টার ফাইনালে গোল করে ৭৬ গোলের মালিক হন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে পেলেকে স্পর্শ করেছিলেন নেইমার। শেষ আটের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াইয়ে দুর্দান্ত গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। সেই গোলেই পেলের জাতীয় দলের হয়ে করা ৭৭ গোলের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। ১২৪ ম্যাচ খেলে পেলের রেকর্ড স্পর্শ করেন তিনি। অন্যদিকে, পেলে ৭৭ গোল করেছিলেন ৯২ ম্যাচে।
বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে পেলেকে ছাপিয়ে গেলেন নেইমার। এদিন বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে ৬১ মিনিটে গোল করে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দেন। এরপর ম্যাচের শেষদিকে আরও একটা গোল করেন নেইমার। এই মুহূর্তে দেশের জার্সিতে তাঁর গোলসংখ্যা ৭৯। ম্যাচের ১৫ মিনিটে পেলের রেকর্ড ভাঙতে পারতেন নেইমার। বক্সের মধ্যে রডরিগোকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। নেইমারের মাটি ঘেঁষা শট আটকে দেন বলিভিয়া গোলকিপার ভিসকারা।
নেইমার পেনাল্টি মিস করলেও ব্রাজিলকে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২৪ মিনিটে বক্সের মধ্যে লুজ বল পেয়ে দলকে এগিয়ে দেন রডরিগো। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের পাস থেকে ২–০ করেন রাফিনিয়া। ৫৪ মিনিটি ব্যবধান বাড়ান রডরিগো। অবশেষে ৬১ মিনিটে নেইমারের গোল। ৭৮ মিনিটে ব্যবধান কমায় বলিভিয়া। তার পরপরই নেইমারের দ্বিতীয় গোল।
❤ Support Us