- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৪, ২০২৩
নতুন ক্লাবে খাতা খুললেন নেইমার। চতুর্থ ম্যাচে পেলেন কাঙ্খিত গোল

পিএসজি ছেড়ে সৌদি আরবের আল হিলালে যোগ দেওয়ার পর থেকেই ফর্ম হাতড়ে বেড়াচ্ছিলেন নেইমার। টানা ৪ ম্যাচে গোল নেই। এমনকি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ। তাঁকে নিয়ে আল হিলাল সমর্থকদের মধ্যে জল্পনা বাড়ছিল। অবশেষে পঞ্চম ম্যাচে এসে গোলের খাতা খুললেন এই ব্রাজিলিয়ান তারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের নাসাজি মাজান্দারানকে ৩–০ ব্যবধানে হারিয়েছে আল হিলাল। একটা গোল করেছেন নেইমার।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানের নাভবাহোরের সঙ্গে ১–১ ড্র করেছিল আল হিলাল। প্রতিযাগিতায় প্রথম জয় তুলে নিল ইরানের নাসাজি মাজান্দারানের বিরুদ্ধে। ম্যাচের ১৮ মিনিটে মিত্রোভিচের গোলে এগিয়ে যায় আল হিলাল। প্রথমার্ধের বাকি সময়ে গোল সংখ্যা বাড়াতে পারেনি আল হিলাল। নেইমার, মিত্রোভিচরা বেশ কয়েকটা সুযোগ নষ্ট করেন। নেইমারের গোল নষ্টের বহর দেখে গ্যালারি থেকে তির্যক মন্তব্যও ভেসে আসে।
দর্শকদের ব্যাঙ্গাত্মক মন্তব্যই হয়তো তাতিয়ে দিয়েছিল নেইমারকে। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠেন। অবশেষে ম্যাচের ৫৮ মিনিটে পেয়ে যান সেই কাঙ্খিত গোল। পেনাল্টি বক্সের একেবারে মাথা থেকে বাঁপায়ের দুর্দান্ত বাঁক খাওয়ানো শটে আল হিলালের জার্সি গায়ে গোলের খাতা খোলেন নেইমার। গোলের পর গ্যালারির কাছে ছুটে গিয়ে অঙ্গভঙ্গী করে গোলের উদযাপন করেন নেইমার। ম্যাচের ইনজুরি সময়ে আল হিলালের হয়ে তৃতীয় গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা সালেহ আল সেহেরি।
নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকে নানা বিতর্কে জড়িয়েছেন নেইমার। কয়েক দিন আগে ক্লাব কর্তাদের কাছে কোচকে ছাঁটাই করার দাবিও তুলেছিলেন। নেইমার অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। টানা ৪ ম্যাচের ব্যর্থতা যথেষ্ট চাপে রেখেছিল নেইমারকে। অবশেষে গোল পেয়ে কিছুটা চাপমুক্ত নেইমার।
❤ Support Us