- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ২০, ২০২৩
আগামী বছর কোপা থেকে ছিটকে গেলেন নেইমার
চোট আর নেইমার যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ২০১৪ বিশ্বকাপে নেইমারকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন। ২০২২ কাতার বিশ্বকাপেও চোটের কবলে পড়েছিলেন। সুস্থ হয়ে ফিরেও এসেছিলেন। তবে সামনের বছর কোপা আমেরিকায় খেলতে পারবেন না ব্রাজিলের এই ফুটবল তারকা। চোটের জন্য কোপা থেকে ছিটকে গেলেন নেইমার।
২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা গ্রুপে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। চোট পাওয়ার পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের এই ফুটবলতারকা। তখনই বোঝা গিয়েছিল চোট যথেষ্ট গুরুতর। এরপর হাঁটুর এমআরআই করা হয়। রিপোর্টে দেখা যায় নেইমারের বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়েছে। চোট সারাতে ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিয়ন্তেতে হাঁটুর অস্ত্রোপচার করান নেইমার। এখন রিহ্যাবে রয়েছেন। ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রড্রিগো লাসমা জানিয়েছেন, নেইমারের পুরো ফিট হতে সময় লাগবে। তাঁর পক্ষে কোপা আমেরিকাতে খেলা অসম্ভব।
মঙ্গলবার ব্রাজিলের রেডে ৯৮ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রড্রিগো লাসমা বলেছেন, ‘কোপা আর বেশি দেরি নেই। এই সময়ের মধ্যে নেইমারের পুরোপুরি ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। তাড়াহুড়ো করলে নেইমারের বড় ক্ষতি হয়ে যাবে। ঝুঁকি নেওয়ার কোনও অর্থ নেই। রিহ্যাবের পুরো প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করতে হবে। আশা করছি ২০২৪ সালের ইউরোপীয় মরশুম শুরুর আগেই আগস্টে নেইমার ফিট হয়ে যাবে। আমাদের ধৈর্য ধরতে হবে। আমার মনে হয় না ৯ মাসের আগে নেইমার মাঠে ফিরতে পারবে।’
আগামী বছর ২০ জুন শুরু হবে কোপা আমেরিকা। চলবে ১৪ জুন পর্যন্ত। ‘ডি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে কলম্বিয়া, প্যারাগুয়েকে। সঙ্গে যোগ দেবে কোস্টারিকা ও হন্ডুরাসের মধ্যে যে কোনও একটা দল। কিছুদিন আগে নেইমার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘কষ্ট ছাড়া কোনও কিছু জয় করা যায় না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’ নেইমারের এই বার্তায় অনেকে মনে করেছিলেন, কোপা আমেরিকার আগেই হয়তো ফিট হয়ে যাবেন নেইমার। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে দিয়েছেন ব্রাজিল দলের চিকিৎসক।
❤ Support Us