- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১০, ২০২২
বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে অবসরের ইঙ্গিত নেইমারের

অনেক স্বপ্ন নিয়ে কাতার বিশ্বকাপে খেলতে এসেছিলেন নেইমার জুনিয়র। দেশকে ট্রফি দিয়েই কাতারে বিশ্বকাপ জীবন শেষ করতে চান। স্বপ্ন স্বপ্নই থেকে গেল এই ব্রাজিলিয়ান তারকার কাছে। রুদ্ধশ্বাস ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হার খুবই যন্ত্রণার বিশ্বকাপের অন্যতম ফেভারিট সেলেকাওদের কাছে। আর নেইমারের কাছে তো আরও বেশি যন্ত্রণার। একেবারেই মেনে নিতে পারছেন না ক্রোয়েশিয়ার কাছে পরাজয়। এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভাবতে শুরু করেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের পর ভগ্ন হৃদয়ে অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না জাতীয় দলের হয়ে আবার খেলব কিনা। আমার মনে হয়, এটা নিয়ে এখন কথা বলার সময় নয়। হয়তো আমি এখন সঠিকভাবে ভাবতে পারছি না। আমি জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে ভাবার জন্য সময় নিতে চাই। আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না। তবে আমি যে আবার ফিরে আসব, তার ১০০ শতাংশ নিশ্চয়তাও দিতে পারছি না।’
মানসিক ভাবে একেবারেই বিধ্বস্ত হয়ে পড়েছেন নেইমার। তিনি বলেন, ‘আমার সত্যিই খুব খারাপ লাগছে। এই হার আমার পক্ষে মেনে নেওয়া কঠিন। আমার কাছে এটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছি বিশ্বাসই করতে পারছি না।’ এরপর তিনি যোগ করেন, ‘এখনকার জন্য সবচেয়ে সেরা সময় হচ্ছে পরিবারের সঙ্গে সময় কাটানো, কাছের লোকেদের জড়িয়ে ধরা। সেখানেই আমরা হয়তো শান্তি খুঁজে পাব। এই হার অনেক দিন কষ্ট দেবে।’
বিশ্বকাপটা খুব একটা ভাল যায়নি নেইমারের কাছে। গ্রুপ লিগে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই গোড়ালিতে চোট পেয়েছিলেন। পরের দুটি ম্যাচে খেলতে পারেননি। প্রি–কোয়ার্টার ফাইনালে মাঠে ফিরেছিলেন। সুইজারল্যান্ডের বিরুদ্ধে দারুণ গোলও করেছিলেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোটা ম্যাচ জুড়ে অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন। দুর্দান্ত গোল করে দলকে এগিয়েও দিয়েছিলেন। কিন্তু দলকে সেমিফাইনালে তুলতে পারেননি। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছিলেন।
❤ Support Us