- দে । শ
- এপ্রিল ৮, ২০২৩
রিষড়ায় বেসরকারি অনুসন্ধান কমিটিকে ঢুকতে বাধা। হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করলেন এসএসকেএমএ
এসএসকেএম হাসপাতালে দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করলেন প্রতিনিধি দল
রামনবমীকে কেন্দ্র করে সম্প্রতি রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। অশান্তির ঘটনা ঘটেছে রিষড়াতেও। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে বেসরকারি তথ্য অনুসন্ধান কমিটি। সূত্রের খবর, এদিন ওই তথ্য অনুসন্ধান কমিটির ছয় সদস্য রিষড়ায় ঢুকতেই পারলেন না রাজ্য পুলিশের বাধায়। এদিন শ্রীরামপুর থানা এলাকায় পুলিশ তথ্য অনুসন্ধানকারী দলের ছয় সদস্যকে মাঝরাস্তায় আটকে দিয়েছে। এরপর ওই প্রতিনিধি দলের সদস্যরা কলকাতায় ফিরে আসেন। এব্যাপারে পুলিশের বক্তব্য, রিষড়ার বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি আছে বলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিন মাঝপথে বাধাপ্রাপ্ত তথ্য অনুসন্ধান কমিটির নেতৃত্বে ছিলেন পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নরসীমা রেড্ডি। এই কমিটির অন্য সদস্যরা হলেন জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন উপদেষ্টা ভাবনা বাজাজ, চালুওয়ালি খান্না, প্রাক্তন আইপিএস অফিসার রাজপাল সিং, সাংবাদিক সঞ্জীব নায়েক এবং আইনজীবী ওমপ্রকাশ ব্যাস।
এদিন ওই প্রতিনিধিদলের সদস্যদের রিষড়ায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা থাকলেও তা বানচাল হয়ে গিয়েছে। এদিকে পুলিশি বাধায় এলাকায় ঢুকতে না পারা ওই ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে পুলিশ আধকারিকদের বাদানুবাদও হয়েছে বলে জানা গিয়েছে।
এবিষয়ে পরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ওই প্রতিনিধিদলের সদস্যরা। প্রতিনিধিদলের নেতৃ্ত্বে থাকা পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চালুওয়ালি খান্না বলেছেন, দিল্লিতে ফিরে গিয়ে তাঁরা বিষয়টি জানাবেন। এই তথ্য অনুসন্ধান কমিটি আদতে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত বিষয়-আশয়গুলি খতিয়ে দেখতেই এদিন রিষড়ায় যাচ্ছিলেন।
এদিন ওই ছয় সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা অভিযোগ করেন, পুরোপুরি আইন মেনেই তাঁরা রিষড়ায় যাচ্ছিলেন। রাজ্য পুলিশ অনভিপ্রেতভাবে তাঁদের বাধা দিয়েছে। এমনকি তাঁদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়েছে পুলিশকর্মীদের। কলকাতায় ফিরে এসে এসএসকেএম হাসাপাতালে হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেসরকারি ওই কমিটির অন্যতম সদস্য, প্রাক্তন আইপিএস কর্তা রাজপাল সিং ঘটনার দিন পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ করে বলেন, রিষড়া এবং হাওড়ায় হিংসা ছড়াতে পরোক্ষ ভাবে মদত জুগিয়েছে রাজ্য পুলিশ।
Kolkata, WB | The police action was totally biased…There has been a murder and no police is present here…While that attack was there, the police were friendly with the attackers…We are here to verify and check the human rights violation here: Rajpal Singh, IPS/IG state crime… pic.twitter.com/y55gmeAEuG
— ANI (@ANI) April 8, 2023
সূত্রের খবর, রবিবার এই প্রতিনিধিদলের সদস্যরা জিটি রোডের যে এলাকায় অশান্তি হয়েছে, সেখানে যাবেন। সোমবার হাওড়া ও চন্দননগরের পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলবেন। এছাড়া রাজ্যের স্বরাষ্ট্র সচিবের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁদের।
❤ Support Us







