Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২০, ২০২৩

খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত পান্নুনের বিরুদ্ধে ইউএপিএ আইনে এফআইআর দায়ের করল এনআইএ

আরম্ভ ওয়েব ডেস্ক
খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত পান্নুনের বিরুদ্ধে ইউএপিএ আইনে এফআইআর দায়ের করল এনআইএ

খলিস্তানি সন্ত্রাস কোনও ভাবেই বরদাস্ত করবে না দিল্লি। তাই খলিস্তানি সন্ত্রাস দমনে দিল্লি কঠোর পদক্ষেপ করল। খলিস্তানি সন্ত্রাসী  গুরপতওয়ান্ত সিং পান্নুনের বিরুদ্ধে ইউএপিএ আইন মোতাবেক মামলা দায়ের করল এনআইএ। ২০১৯ সালে “শিখ ফর জাস্টিস”কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এই সংগঠনটি গুরপতওয়ান্ত পান্নুনের। ২০২০ সালে তাঁকে “জঙ্গি” তকমা দেওয়া হয় দিল্লির তরফে। এবার পান্নুনের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করে আরও কঠোর ব্যবস্থা নিল ভারত সরকার।

নভেম্বর মাসের প্রথম দিকে নিষিদ্ধ খলিস্তানি সংগঠন “শিখ ফর জাস্টিসে”-এর প্রতিষ্ঠাতা পান্নুনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওই ভিডিওতে শোনা যায় পান্নুন বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিচ্ছেন। ওই ভিডিওতে পাননুনকে শিখ ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ১৯ নভেম্বর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে আর উঠবেন না, উঠলে প্রাণ সংকট হতে পারে। ১৯ নভেম্বর বিশ্বের কোথাও এয়ার ইন্ডিয়ার বিমানকে উড়তে দেওয়া হবে না। বিশ্বজুড়ে এই সংস্থার বিমানকে নিষিদ্ধ করা হবে। পাশাপাশি দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরের কাজকর্ম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও ওই ভিডিও বার্তায় দিয়েছিল জঙ্গি নেতা পান্নুন। ওই জঙ্গি নেতা ভিডিওটিতে বলেন, ১৯৮৫ সালে ৩২৯ জন যাত্রীকে নিয়ে মাঝ আকাশে ধ্বংস হয়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ কনিষ্ক, সেই স্মৃতিই আবার ফিরিয়ে আনা হবে। পান্নুন শিমা অতিক্রম করছে দেখে জঙ্গি পান্নুনের বিরুদ্ধে এনআইএ এবার ইউএপিএ আইনে মামলা দায়ের করল।

এনআইএ সূত্রে খবর, কানাডা নিবাসী গুরপতওয়ান্ত পান্নুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ১৫৩এ, ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইউএপিএ আইন-১৯৬৭-র ১০, ১৩, ১৬, ১৭, ১৮, ১৮বি ধারা এবং ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান উড়িয়ে দেওয়া হুঁশিয়ারির জন্যই খলিস্তানি নেতা গুরপতওয়ান্ত পান্নুন-এর বিরুদ্ধে এনআইএ এই পদক্ষেপ করল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!