Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ১, ২০২২

সংসদে ট্যাব থেকে বাজেট পড়বেন অর্থমন্ত্রী

সংসদে ট্যাব থেকে বাজেট পড়বেন অর্থমন্ত্রী

সংসদে পেশ হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। করোনা আবহে মন্দা অর্থনীতি, কর্মহারা মানুষের হাহাকার, তার মধ্যে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন । কাজেই অর্থমন্ত্রী নির্মলার সামনে এখন অনেকগুলি চ্যালেঞ্জ । সব শ্রেণির মানুষকে সন্তুষ্ট করার চাইতেও, তার কাছে যেটা এই সময় সবচেয়ে জরুরি তা হল অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করে তোলা । এর জন্য যা যা করণীয় তার সবগুলিই সীতারমণ করবেন বলে মনে করা হচ্ছে। কিন্তু তার জন্য সরকারের হাতে অর্থের প্রয়োজন। কোথা থেকে আসবে সেই বিপুল অঙ্কের অর্থ? গত কয়েক বছরের ট্রেন্ড বলছে, মোদি সরকার অনেকাংশেই বিলগ্নিকরণের উপর নির্ভরশীল । একে একে সমস্ত সরকারি সংস্থা বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে । তবু ফেরে নি অর্থনীতির সুদিন । এবছরের বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশাও রয়েছে অনেক বেশি ৷
রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের সঙ্গে দেখা করার পর সংসদের উদ্দেশ্যে রওনা হয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আর কিছুক্ষণের মধ্যে মন্ত্রীসভার বৈঠক হবে এবং ১১ টায় লোকসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ৷
বাজেট পেশ হওয়ায় আগে—
বাণিজ্যিক এলপিজি-র দাম কমল ৷ এদিন সিলিন্ডার প্রতি দাম কমল ৯১ টাকা ৫০ পয়সা ৷
আজ ঊর্ধ্বমুখী শেয়ার বাজার ৷ ৫৮২.৮৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স ৷ ১৫৬.২০ পয়েন্ট বাড়ল নিফটিও ৷


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!