- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১, ২০২৪
প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন, ইতিহাস নিশান্ত দেবের

ইতিহাস গড়লেন ভারতীয় বক্সার নিশান্ত দেব। ২০২৪ প্যারিস অলিম্পিকের টিকিট জোগাড় করেছেন তিনি। মহিলা বক্সাররা আগে অলিম্পিকে খেলার সুযোগ পেলেও প্রথম ভারতীয় পুরুষ বক্সার হিসেবে অলিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন নিশান্ত দেব। অলিম্পিক বাছাই পর্বে ৭১ কেজি বিভাগেত সেমিফাইনালে উঠে তিনি এই মাইলফলক অর্জন করেন।
থাইল্যান্ডের ব্যাংককে চলছে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন প্রতিযোগিতা। পুরুষদের ৭১ কেজি ওজন বিভাগে মলডোভার ভ্যাসিলে সেবোতারির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল নিশান্ত দেবের। অলিম্পিকে ছাড়পত্র পেতে গেলে নিশান্তের সামনে জেতা ছাড়া রাস্তা ছিল না। দুর্দান্ত লড়াই করে মলডোভার সেবোতারিকে ৫-০ ব্যবধানে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে যান নিশান্ত দেব। একইসঙ্গে প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েন।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী নিশান্ত দেব আগের যোগ্যতা অর্জন করবে অল্পের জন্য অলিম্পিকের কোটা হাতছাড়া করেছিলেন। কিন্তু এবার দারুণভাবেই সুযোগ কাজে লাগালেন।
এখনও পর্যন্ত অলিম্পিকে পুরুষ ও মহিলা মিলিয়ে বক্সিংয়ে মোট চারটি কোটা নিশ্চিত করেছে ভারত। মহিলাদের ৫০ কেজি বিভাগে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন নিখাদ জারিন, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাইন। এবার পুরুষদের ৭১ কেজি বিভাগে টিকিট জোগাড় করে নিলেন নিশান্ত দেব।
ভারতের আরোও এক মহিলা বক্সারের অলিম্পিকের কোটা নিশ্চিত করার সুযোগ ছিল। কিন্তু ৬০ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে সুইডেনের অ্যাগনেস অ্যালেক্সিউসনের কাছে ৩-২ ব্যবধানে হেরে অলিম্পিকের স্বপ্ন ভঙ্গ হয়ে যায় অঙ্কুশিতা বোরোর। প্রাক্তন যুব বিশ্ব চ্যাম্পিয়ন অঙ্কুশিতা বোরো অবশ্য দুর্দান্ত লড়াই করেছিলেন। আজ অলিম্পিক কোটার জন্য নামবেন অরুন্ধতী চৌধুরী ও অমিত পাঙ্গাল।
❤ Support Us