- দে । শ
- নভেম্বর ২, ২০২৩
“কোনও শক্তিই মহুয়াকে রক্ষা করতে পারবে না’’, মহুয়াকে আবার আক্রমণ নিশিকান্ত দুবের
টাকার বদলে প্রশ্ন, এই অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভার এথিক্স কমিটি বৃহস্পতিবার তলব করলে মহুয়া সেই তোলবে হাজির হয়েছিলেন। তবে তাঁকে নীতি বহির্ভূত প্রশ্ন করা হয়েছে, এই অভিযোগে বৃহস্পতিবার মহুয়া এবং এথিক্স কমিটির বিরোধী সদস্যেরা এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন। তার পরেই ফের মহুয়া মৈত্রকে খোঁচা দিলেন মহুয়ার বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রশ্ন নিয়ে অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। কৌশলে এই বিষয়টিকে জাতপাতের রাজনীতির সঙ্গেও জড়িয়ে দেওয়ায় চেষ্টা করলেন সংঘ পরিবারের সংস্কৃতিতে শিক্ষিত বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে।
বৃহস্পতিবার মহুয়া মৈত্র ও অন্য বিরোধী সাংসদরা এথিক্স কমিটির বৈঠক ছেড়ে বেরিয়ে কমিটির বিরুদ্ধে বিষোদ্গার করার পর বিজেপি সাংসদ ও অভিযোগকারী নিশিকান্ত দুবে বলেন, ‘‘মহুয়া আমার বিরুদ্ধে ভুল বার্তা ছড়াতে চাইছেন। বিরোধী সাংসদেরা এক জন অনগ্রসর নেতার এথিক্স কমিটির নেতৃত্ব দেওয়ায় অসন্তুষ্ট। তাই এই আচরণ করেছেন।’’ সেই সঙ্গে মহুয়া-সহ বিরোধী সাংসদদের তোলা ব্যক্তিগত প্রশ্ন সংক্রান্ত অভিযোগকে খারিজ করে ঝাড়খণ্ডের সাংসদ নিশিকান্তের বলেন, ‘‘দর্শন হীরানন্দানি তাঁর হলফনামায় যে অভিযোগ এনেছেন, লোকসভার এথিক্স কমিটিকে তা নিয়ে মহুয়াকে প্রশ্ন করতেই হত।’’ পাশাপাশি তিনি বলেন, ‘‘অভিযোগের সব প্রমাণ আমি দিয়েছি। কোনও শক্তিই মহুয়াকে রক্ষা করতে পারবে না।’’
❤ Support Us